সারা বছর তো সবার ছুটি একসঙ্গে পাওয়াই ভার। ঈদের ছুটির ফাঁকে তাই অনেকেই চান সময়টা একটু কাজে লাগাতে। আপনার পছন্দের কোনো জায়গা থেকে বেড়িয়ে আসতে পারেন। জেনে নিন বিভিন্ন পর্যটন-প্রতিষ্ঠানের কার কী ভ্রমণ-প্যাকেজ রয়েছে ঈদ সামনে রেখে।
দ্য গাইড ট্যুরস লিমিটেড
এ সংস্থার ব্যবস্থাপক হিমিকা শহীদ জানালেন তাঁদের প্যাকেজ সম্পর্কেঃ ১· ঢাকা-সুন্দরবন-ঢাকা। চার দিন পাঁচ রাত। ১৩ হাজার ৫০০ টাকা। ২· ঢাকা-শ্রীমঙ্গল-ঢাকা, তিন দিন দুই রাত । ঢাকা-কক্সবাজার-ঢাকা। তিন দিন তিন রাত। ঢাকা-টেকনাফ-সেন্টমার্টিন-ঢাকা। তিন দিন চার রাত। খরচ আলোচনা সাপেক্ষে। যোগাযোগঃ বাড়ি-১৪২, রাস্তা-১২, ব্লক-ই, বনানী, ঢাকা-১২১২। ফোনঃ ৯৮৮৬৯৮৩, ৯৮৬২২০৫।
দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড
এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান জানালেন তাঁদের প্যাকেজ সম্পর্কেঃ ঢাকা-সুন্দরবন-ঢাকা। চার রাত তিন দিন। নয় হাজার ৫০০ টাকা। ঠিকানাঃ বাড়ি-৪৫, রাস্তা-২৭, ব্লক-এ, বনানী, ঢাকা। ফোনঃ ৮৮৫৭৪২৪, ৯৮৮৫৯৪০।
জার্নি প্লাস
এ সংস্থার কর্ণধার তৌফিক রহমান জানালেন তাঁদের প্যাকেজ বিষয়েঃ ঢাকা-সুন্দরবন-ঢাকা। চার রাত চার দিন। ১১ হাজার ৫০০ টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা। চার দিন তিন রাত। চার হাজার ৮০০ টাকা, ঢাকা-সেন্টমার্টিন-ঢাকা। চার দিন তিন রাত, ছয় হাজার ৩০০ টাকা। যোগাযোগঃ ৪০/এ (দ্বিতীয় তলা), আজিজ সুপার মার্কেট, শাহবাগ, ঢাকা। ফোনঃ ০১৭২০২৪২৯৪২, ৯৬৬০২৩৪, ৮৬২৮৫৭৭।
সাফারি প্লাস
এ সংস্থার কর্ণধার আহসানুল হক জানালেন তাঁদের ভ্রমণ প্যাকেজ বিষয়েঃ ঢাকা-সেন্টমার্টিন-ঢাকা। তিন দিন চার রাত। চার হাজার ৯৫০ টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা। তিন দিন তিন রাত। চার হাজার ৫৫০ টাকা। ঢাকা-কুয়াকাটা-ঢাকা। তিন দিন চার রাত। চার হাজার টাকা। ঢাকা-নিঝুম দ্বীপ-ঢাকা। পাঁচ হাজার ৫০০ টাকা। যোগাযোগঃ বাড়ি-২৭, রাস্তা-১৭/এ, ব্লক-ই, বনানী, ঢাকা। ফোনঃ ০১৮১৯২১৮১৫৮।
সেন্টমার্টিন ট্যুরিজম লিমিটেড
এ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আহাম্মেদ হাসান জানালেন তাঁদের প্যাকেজ সম্পর্কেঃ ঢাকা-জাফলং-তামাবিল-সিলেট-ঢাকা। চার দিন তিন রাত। পাঁচ হাজার ৯০০ টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা। চার দিন পাঁচ রাত। আট হাজার ৯০০ টাকা। ঢাকা-কুয়াকাটা-ঢাকা। তিন দিন চার রাত। পাঁচ হাজার ৯০০ টাকা। ৩৭/বি পুরানা পল্টন লেন, ঢাকা। ফোনঃ ০১৭১৫৭৫৪০০৪।
ফিচার বিজ্ঞাপন
কোরিয়া ভিসা প্রসেসিং (চাকুরীজীবি)
ব্রুনাই ভিসা
Water Lodge
রিভার অ্যান্ড গ্রিন ট্যুরস
এ প্রতিষ্ঠানের পরিচালক মহিউদ্দিন হেলাল জানান, যেকোনো বাজেটে তাঁরা হোটেল রিজার্ভ করে দেন। ঢাকা-সুন্দরবন-ঢাকা। চার রাত তিন দিন। আট হাজার ৯০০ টাকা। ঢাকা-কক্সবাজার-সেন্টমার্টিন-ঢাকা। তিন রাত চার দিন। ছয় হাজার ৯০০ টাকা। ঢাকা রাঙামাটি-ঢাকা। তিন দিন দুই রাত। চার হাজার ৫০০ টাকা। যোগাযোগঃ এম আর সেন্টার, বাড়ি-৪৯, সপ্তম তলা, রাস্তা-১৭, বনানী, ঢাকা। ফোনঃ ৮৮২৬৭৫৯, ৮৮২৯৬৯২, ০১৮১৯২২৪৫৯৩।
অবকাশ পর্যটন লি·
এ সংস্থার কর্ণধার শিবলুল আজম কোরেশী জানালেন তাঁদের ভ্রমণ-প্যাকেজ বিষয়েঃ ঢাকা-কক্সবাজার-সেন্টমার্টিন-ঢাকা, চার দিন পাঁচ রাত, ছয় হাজার ৫০০ টাকা, ঢাকা-নিঝুম দ্বীপ-ঢাকা, তিন দিন চার রাত, পাঁচ হাজার ৫০০ টাকা, ঢাকা-সুন্দরবন-ঢাকা, তিন দিন চার রাত। আট হাজার ৫০০ টাকা, ঢাকা-সিলেট-ঢাকা। তিন দিন চার রাত, ছয় হাজার টাকা। ঢাকা-রাঙামাটি-ঢাকা, তিন দিন চার রাত, ছয় হাজার ৫০০ টাকা। যোগাযোগঃ বাড়ি-১৬ (নতুন), ২৮০ নিউ ইস্কাটন রোড, ঢাকা; ফোনঃ ৮৩৫৮৪৮৫, ৯৩৫১১০০-১, ০১১৯০৬৩৫৫৬৫।
ইনসাইটা ট্যুরিজম
এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান জানান, ঢাকা-সেন্টমার্টিন-ঢাকা, তিন দিন দুই রাত, ছয় হাজার ৫০০ টাকা। ঢাকা-কক্সবাজার-ঢাকা, তিন দিন দুই রাত, পাঁচ হাজার ৫০০ টাকা। যোগাযোগঃ এ কে কমপ্লেক্স, স্যুট-৯, ১৯ গ্রিন রোড, ঢাকা।
ফোনঃ ০১৫৫২৪৮৪২০১।
হাকিল ট্যুরস অ্যান্ড ট্রাভেলস
এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, তাঁরা মূলত ভ্রমণকারীর পছন্দমতো দেশে-বিদেশে ভ্রমণের আয়োজন করেন। যোগাযোগঃ ১২৪৭ পূর্বমণিপুর, বেগম রোকেয়া সরণি, মিরপুর, ঢাকা। ফোনঃ ৮০৩১৪০৭, ০১৭১১৫৩৭৭০২।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
৮১৮ বার পড়া হয়েছে