ঈদে সাশ্রয়ী দামে পোশাক কেনার সুযোগ থাকছে ক্যাটস আইয়ে। পাশাপাশি রোদ-বৃষ্টির এ সময়ে নিরীক্ষাধর্মী কাট ও আরামদায়ক কাপড়ের রেডি টু ওয়ার এনেছে ক্যাটস আই। গরমের কারণে পোশাকের নকশায় প্রাধান্য দেয়া হয়েছে আবহাওয়ার বিষয়টিও।

এবারের তরুণীদের ঈদ পোশাকে লং কাটের কুর্তি, টপস সবকিছুতেই আভিজাত্যের পাশাপাশি প্যাটার্নও থাকছে নিরীক্ষাধর্মী। ঈদের পাঞ্জাবি, শার্ট, পলো, বটমেও ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। থাকছে কাবলিরও বিশেষ কালেকশন।

অনলাইনে পোশাক কেনার ক্ষেত্রে মিলছে সব পণ্যে ২০% ছাড়। থাকছে ৪৫ দিন মেয়াদি ১৫০০-১০০০০ টাকার গিফট ভাউচার ক্রয়ে ২৫% নিশ্চিত ছাড়ও। যেকোন শোরুম থেকে পণ্য কেনা যাবে এই গিফট ভাউচার দিয়ে। তবে এই অফার পেতে ভাউচারটি কিনতে হবে ক্যাটস আই অনলাইন থেকে আগামী ২০ জুলাইয়ের মধ্যে।

উৎসব আয়োজন নিয়ে ক্যাটস আই এর পরিচালক ও ডিজাইন বিভাগের প্রধান সাদিক কুদ্দুস বলেন, ঈদে পাঞ্জাবি পরা হয় বড়জোড় দুপুর বা সন্ধ্যা রাত অবদি। বাকি সময় বা রাতের কোনো দাওয়াতে গেলে পোলো, শার্টের চাহিদাও থাকে ঈদে। এবার যেমন গরমের কারণে রঙ এবং প্রিন্টের দিকে নজর দেয়া হয়েছে। প্যাটার্ন নিয়েও চলছে নানা ধরনের নিরীক্ষা। এছাড়াও এধরনের পোশাক ঈদ ছাড়াও সারা বছরই পরাও যায়। পাশাপাশি নজর দেয়া হয়েছে তরুণীদের কুর্তির ডিজাইনেও।

ফিচার বিজ্ঞাপন

US Visa for Retired Person

মূল্য: 5,000 Taka

দুবাই ও মিশর ৭দিন ৬ রাত

মূল্য: ৩৯,৯০০ টাকা

উল্লেখ্য, ঈদের নতুন পোশাক ও সাশ্রয়ী অফারের বিস্তারিত খোঁজখবর জানা যাবে ক্যাটস আই -এর ফেসবুক ফ্যান পেইজেও। অর্ডারে পণ্য মিলবে ঘরে বসেই। অনলাইন স্টোরের ঠিকানা : www.catseye.com.bd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৪৫ বার পড়া হয়েছে