করোনা মহামারির কারণে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ৩০ মার্চ থেকে স্কুল-কলেজ খোলার ঘোষণা ছিল। সম্প্রতি করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় সেই সিদ্ধান্ত থেকে সরে আসার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। আপাতত আগামী ঈদ পর্যন্ত স্কুল-কলেজের ছুটি বাড়তে পারে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। আগামী দুই-এক দিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন তারা।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, এখন যেহেতু করোনার সংক্রমণ বেড়েছে, তাই দুই-এক দিনের মধ্যেই স্কুল-কলেজ খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ব্যাপারে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ না খোলার ব্যাপারে প্রায় সবাই সম্মত হয়েছেন।

ফিচার বিজ্ঞাপন

যমুনা রিসোর্ট প্রাইভেট ডে লং ট্যুর

মূল্য: ১৫০০ টাকা জনপ্রতি

Manila & Cebu 5D/4N

মূল্য: 59,900 Taka

Kathmandu-Nagarkot 4D/3N

মূল্য: ১২,৯০০ টাকা

Source: Ittefaq

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২১৮ বার পড়া হয়েছে