আমেরিকার পর দ্বিতীয় বৃহত্তম ইংরেজি ভাষায় দক্ষ জনগোষ্ঠী ভারতে বাস করে। ভাষাগত এই সুবিধার পাশাপাশি দেশটির উদীয়মান অর্থনীতি আর শিক্ষাখাতে প্রযুক্তির ব্যবহার দেশটিকে বিদেশি শিক্ষার্থীদের কাছে উচ্চশিক্ষার জন্য একটি উর্বর ক্ষেত্র হিসেবে বিশ্বে পরিচিত করে তুলছে। তবে, ভারতের শিক্ষা মন্ত্রণালয় বলছে, বিশ্বে অধ্যয়নরত ৫৪ লাখ বিদেশি শিক্ষার্থীর মাঝে ভারতে পড়ছে মাত্র ৪৫ হাজারের কিছু বেশি শিক্ষার্থী।
মূলত, এশিয়ান শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ভারতমুখী হয়। ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদন বলছে, ভারতের তুলনামূলক কম আয়ের প্রতিবেশি দেশ থেকে আসা শিক্ষার্থীরা ভারতের উচ্চশিক্ষাখাতকে আন্তর্জাতিক করে তুলছে। এসব দেশের মাঝে নেপাল থেকে সবচেয়ে বেশি শিক্ষার্থী ভারতে পড়তে যায়। এছাড়াও আফগানিস্তান, ভূটান, নাইজেরিয়া, বাংলাদেশ, ইরান, ইয়েমেন, আমেরিকা ও শ্রীলঙ্কা থেকে উচ্চশিক্ষার জন্য ভারতে যায় শিক্ষার্থীরা।
ভারতের উচ্চশিক্ষাব্যবস্থা প্রকৌশল ও প্রযুক্তিগত বিষয়গুলোতে অল্প খরচে মানসম্মত শিক্ষা দেওয়ার জন্য সুপরিচিত। প্রাযুক্তিক বিষয় ছাড়াও ভারতের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যবসা ব্যবস্থাপনা, কলা, সমাজবিজ্ঞান, সিনেমা, চিকিৎসাবিদ্যাসহ নানা বিষয়ে শিক্ষাদান করা হয়।
শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় ভারতের উচ্চশিক্ষাব্যবস্থা বেশ জটিল এবং বিস্তৃত। পাশাপাশি পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আসাও খুব নিয়মিত ঘটনা। বিশ্বের নানামুখী পরিবর্তনের সাথে তাল মিলিয়ে এর নানা উন্নয়ন করা হয় বলে জানিয়েছে ভারতীয় শিক্ষা মন্ত্রণালয়।
ফিচার বিজ্ঞাপন
কানাডা ভিসা
নির্ভেজাল ও নিস্কন্টক প্লটে বিনিয়োগের নিশ্চয়তা
শ্রীলংকা ভিসা (বিজনেসম্যান)
ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মান, স্বল্প জীবনযাত্রার ব্যয় দেশটিকে বিদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করে তুলছে। পাশাপাশি ভারতীয় সরকার কিছু শিক্ষাবৃত্তিও দিয়ে থাকে। যেগুলোর অধীনে বাংলাদেশসহ নানা দেশের শিক্ষার্থীরা সেখানে পড়তে যেতে পারে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)২১৩ বার পড়া হয়েছে