ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশার লার্ভা নিয়ন্ত্রণে ১০টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে। অভিযানে মশার লার্ভা পাওয়ায় সাতটি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়িকে এক লাখ সাড়ে নয় হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সোমবার (২৬ জুলাই) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি জানিয়েছে- ২৬ জুলাই সিটি কর্পোরেশনের অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (আনিক) মো. হায়দার আলী কেপি ঘোষ স্ট্রিট এলাকায়, অঞ্চল-১০ এর আনিক মোহাম্মদ মামুন মিয়া জনতাবাগ রইছনগর এলাকায়, কর্পোরেশনে নবসংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া গেণ্ডারিয়া এলাকায়, শাহীন রেজা নন্দীপাড়া এলাকায় ও মো. আলমগীর হোসেন খিলগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন।
এ ছাড়া আনিক-৭ ও নবসংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে চারজন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে ভ্রাম্যমাণ আদালত মোট ৮৭টি নির্মাণাধীন ভবন ও বাসাবাড়ি পরিদর্শন করেন বলে জানিয়েছে ডিএসসিসি।
এ সময় আনিক-৪ মো. হায়দর আলী ২ মামলায় ১ লাখ টাকা, আনিক-১০ মোহাম্মদ মামুন মিয়া ২ মামলায় ৭ হাজার টাকাসহ সর্বমোট ৭ মামলায় এক লাখ ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় বলেও জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।
ফিচার বিজ্ঞাপন
ব্যাংকক-ফুকেট-ফিফি আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড ৬দিন ৫ রাত
Siem Reap Cambodia 4D/3N
Alexandria & Cairo 6D/5N
কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযানের পাশাপাশি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। মঙ্গলবার (২৭ জুলাই) থেকে আরও বৃহদাকারে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০টি অঞ্চলে একযোগে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে বলেও জানিয়েছে ডিএসসিসি কর্তৃপক্ষ।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)২৮৬ বার পড়া হয়েছে





