করোনাভাইরাসের সংক্রমণের পরিপ্রেক্ষিতে ঢাকায় ফ্লাইট বন্ধ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুই এয়ারলাইনস এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজ। ১৫ জুলাই পর্যন্ত ঢাকা থেকে কোনো যাত্রী নেবে না এমিরেটস এয়ারলাইনস। আর ইতিহাদ এয়ারওয়েজ বন্ধ রাখবে ২১ জুলাই পর্যন্ত।

এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, ১৫ জুলাই পর্যন্ত বাংলাদেশ ছাড়াও পাকিস্তান ও শ্রীলংকায় যাত্রীবাহী বিমান চলাচল আপাতত বন্ধ করে দিয়েছে। এছাড়া গত ১৪ দিনে বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলংকা হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন এমন যাত্রীদের দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হবে না।

তবে শুধু সংযুক্ত আরব আমিরাতের নাগরিক, আমিরাতের গোল্ডেন ভিসাধারী ব্যক্তি ও কূটনৈতিক মিশনের সদস্যরা যারা করোনার সাম্প্রতিক বিধি মেনে চলেছেন তাদের প্রবেশের অনুমতি দেয়া হবে। এর আগে ১৫ জুলাই পর্যন্ত ভারতে যাত্রীবাহী সব ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয় এমিরেটস।

এদিকে ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট পরিচালনা-সংক্রান্ত নিষেধাজ্ঞা আবারো বাড়িয়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী ২১ জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো ফ্লাইট পরিচালনা করবে না সংস্থাটি। এছাড়া ২১ জুলাই পর্যন্ত ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকেও ইতিহাদের সব ফ্লাইট বন্ধ থাকবে। এক টুইট বার্তায় এ চারটি দেশকে নভেল করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সর্বোচ্চ ঝুঁকিতে থাকার কথা উল্লেখ করা হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa (for Govt Service Holder)

মূল্য: 20,000 Taka

Kandy- Nuwara Eliya- Galle & Colombo 6D/5N

মূল্য: 36,900 Taka

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

Source: Emirates

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৫৪ বার পড়া হয়েছে