পূর্ণ সময়ের চাকরির পাশাপাশি ব্যবসা করে কিছু বাড়তি আয় করতে পারলে মন্দ কী? আর তা যদি করা যায় ঘরের আরামে বসেই, তাহলে তো কথাই নেই। চাকরির নিশ্চয়তাও রইল আবার খানিক বাড়তি টাকাও ঘরে এলো। আসুন আজ জেনে নিই এমনই একটি ব্যবসার আইডিয়া সম্পর্কে-

এয়ারবিএনবি-এর মাধ্যমে ঘর ভাড়া দেওয়া

বর্তমানে টাকা রোজগারের একটি সহজ উপায় এয়ারবিএনবি-র মাধ্যমে ঘর ভাড়া দেওয়া। আপনার বাড়িতে যদি অতিরিক্ত শোয়ার ঘর থাকে তাহলে সহজেই সেই ঘর ভাড়া দিয়ে মাসে ভাল রকম রোজগার করতে পারে। এমনকি বাইরের বসার ঘরটিকেও খানিক অদলবদল ঘটিয়ে ভাড়া দিতে পারেন। এক্ষেত্রে আপনার বাড়িতেই থাকবেন অতিথি ফলে একেবারে আলাদা কোনও পরিকাঠামোর প্রয়োজন নেই, আবার টাকার লেনদেন যেহেতু হবে এয়ারবিএনবি-র মাধ্যমে ফলে টাকার নিশ্চয়তা নিয়েও ভাবতে হবে না। 

তবে আপাতভাবে একদমই বিনা পরিশ্রমে আয় মনে হলেও তা কিন্তু নয়। যে সময়ে অতিথি থাকবে সেই সময়টাতে তাঁর যাবতীয় প্রয়োজনীয়তার খেয়াল রাখতে হবে আপনাকে, দিতে হবে দরকারি পরিষেবা। পাশাপাশিই ঘরের পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে।

ফিচার বিজ্ঞাপন

Kandy- Negombo & Colombo 5D/4N

মূল্য: 27,900 Taka

তবে বছরের কোন সময়ে আপনি ভাড়া দিতে চান সেই নিয়ন্ত্রণও আপনারই থাকবে, ফলে নিজের সুবিধে মতো সময়ে ভাড়া দিতে পারেন। বাড়ির এলাকার ওপর অনেকটাই নির্ভর করে অতিথি পাওয়ার হার। 

এয়ারবিএনবি-তে ভাড়া দেওয়ার জন্য তাদের সাইটে গিয়ে Become a host এ ক্লিক করে নাম নথিভুক্ত করতে হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



২৮৯ বার পড়া হয়েছে