বেসরকারি কোম্পানিগুলোর প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম কমিয়েছে এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি। সিলিন্ডার প্রতি এলপি গ্যাসের দাম ৯৭৫ টাকা থেকে ৬৯ টাকা কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) উপাদান বিউটেন ও প্রোপেনের দাম কমার কারণে দেশেও নিত্যপ্রয়োজনীয় এ জ্বালানি পণ্যের দাম কমল। পরিবহন খাতে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমিয়ে লিটার প্রতি ৪৪ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন দর কাল শনিবার থেকে পরবর্তী মূল্যহার ঘোষণা করা না পর্যন্ত কার্যকর থাকবে। এখন থেকে আন্তর্জাতিক দরদামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে দেশে এলপিজির দাম নির্ধারণ করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
গতকাল বৃহস্পতিবার এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে নতুন মূল্যহারের আদেশসংক্রান্ত ঘোষণা করেন বিইআরসির চেয়ারম্যান আব্দুল জলিল। এ সময় কমিশনের সদস্য মকবুল ই ইলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান এবং উপ-পরিচালক কামরুজ্জামান সংযুক্ত ছিলেন।
নতুন মূল্যহার অনুযায়ী, সাড়ে পাঁচ কেজি সিলিন্ডারের দাম ৪১৫ টাকা। সাড়ে ১২ কেজির দাম ৯৪৪ টাকা; ১৫ কেজির দাম ১ হাজার ১৩৩ টাকা; ১৬ কেজির দাম ১ হাজার ২০৮ টাকা; ১৮ কেজির দাম ১ হাজার ৩৬০ টাকা; ২০, ২২ ও ২৫ কেজির দাম যথাক্রমে ১৫১০, ১৬৬১ ও ১৮৮৬ টাকা; ৩০, ৩৩ ও ৩৫ কেজির দাম যথাক্রমে ২২৬৬, ২৪৯১ ও ২৬৪০ টাকা। ৪৫ কেজির এলপি সিলিন্ডারের দাম ৩ হাজার ৩৯৭ টাকা।
ফিচার বিজ্ঞাপন
Australia Visa (for Private Service Holder)
Moscow & St.Petersburg 5D/4N
মালয়শিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড ৭দিন ৬ রাত
গত ১২ এপ্রিল প্রথম বারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিইআরসি। তখন বলা হয়েছিল, সৌদি রাষ্ট্রীয় কোম্পানি আরামকো ঘোষিত দরকে প্রতি মাসের ভিত্তিমূল্য অর্থাৎ গ্যাসের নিট মূল্য ধরা হয়েছে। সিপির দর ওঠা-নামা করলে প্রতি মাসে নিট মূল্য সমন্বয় করা হবে। অন্য বিষয়গুলো অপরিবর্তিত থাকবে পরবর্তী গণশুনানি না হওয়া পর্যন্ত। দর ঘোষণার আদেশে এজন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছেপূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...
১৯৩ বার পড়া হয়েছে