সম্ভাব্য পুঁজি:২০০০০ টাকা থেকে ৫০০০০ টাকা পর্যন্ত
সম্ভাব্য লাভ:মাসে ৫ থেকে ৭ হাজার টাকা আয় করা সম্ভব।
সুবিধা:ঝুঁকি ছাড়া অল্প পুঁজিতেই অধিক লাভজনক ব্যবসা এটি। অন্য কাজের পাশাপাশি এটি সহজেই করা যায় এবং বাড়িতে বসেই করতে পারেন। বাড়ির আঙিনায় বা ছাদের টবে ঘৃতকমল, উলটকম্বল, তুলসী, বাসকসহ বিভিন্ন ঔষধি গাছ লাগাতে পারেন। এক মাস থেকে এক বছরের মধ্যে এসব গাছই হবে আপনার আয়ের উৎস। যেসব ঔষধি গাছের চাহিদা বেশি, সেসব গাছ বেছে নিন।
প্রস্তুত প্রণালি:ঔষধি গাছগাছড়ার চাষ করতে তেমন কিছুই লাগবে না। নিয়মিত পরিচর্যা করলেই হবে। যেমন প্রতিদিন পানি দেওয়া, আগাছা পরিষ্কার করা, ডালপালা ছেঁটে দেওয়া, মরা পাতা ফেলে দেওয়া। পোকামাকড় হলে খেয়াল করে গাছে ওষুধ দেওয়া। ঔষধি গাছের চারা সংগ্রহ করতে হবে সরকারি হর্টিকালচার কিংবা নার্সারি থেকে। এ ছাড়া সিলেট, রাজশাহী ও নাটোরে আছে বিভিন্ন ঔষধি গাছের নার্সারি। সেখান থেকেও এসব গাছের বীজ বা চারা সংগ্রহ করা যাবে।
বাজারজাতকরণ:বিভিন্ন হারবাল কোম্পানি এবং ঔষধি গাছ বিক্রির দোকানগুলো এর ভোক্তা হবে।।
যোগ্যতা:হর্টিকালচার থেকে গাছের পরিচর্যা এবং চাষ পদ্ধতি জানা যাবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

ফিচার বিজ্ঞাপন

Cairo & Luxor 5D/4N

মূল্য: 62,900 Taka

Australia Visa (for Private Service Holder)

মূল্য: 20,000 Taka


৩২০ বার পড়া হয়েছে