নিজের ব্যবসা শুরু করতে চাইলে রয়েছে দুর্দান্ত একটি আইডিয়া৷ এখানে কম টাকা ইনভেস্ট করে প্রতি মাসে আয় করবেন মোটা অঙ্কের টাকা, তাও আবার অত্যন্ত কম সময়ে ৷ কাঁচা মরিচের চাষ (Green Chilli Farming) করে সহজেই লাভবান হতে পারবেন আপনিও ৷ এই চাষ শুরু করার জন্য প্রথমে ২ থেকে ৩ লক্ষ টাকা ইনভেস্ট করতে হতে পারে ৷ ৯ থেকে ১০ মাস পর কাঁচা মরিচের চাষ থেকে প্রচুর টাকা লাভ করা সম্ভব।
কাঁচা মরিচের চাষ এক হেক্টর জমিতে শুরু করতে পারবেন ৷ চারিদিকে বেড়া দিয়ে লঙ্কা চাষ করা হয় ৷ পাশাপাশি উচ্চমানের হাইব্রিড বীজ লাগবে৷ মরিচের গাছ ২-২ ফুট দুরত্বে লাগাতে হবে, দুটি বেড়ার মধ্যে প্রায় ২-৩ ফুটের জায়গা রাখতে হবে ৷
দেখে নিন কীভাবে করবেন চাষ
মরিচের চাষে সময় মতো সার, সেচ, কীটনাশক, ফসল তোলা, হার্ভেসটিং করতে হয় ৷ এর জেরে কমপক্ষে ৭ থেকে ৮ কিলো মরিচের বীজের দরকার পড়বে ৷ ২০ থেকে ২৫ হাজার টাকার মধ্যে এই বীজ পেয়ে যাবেন ৷ হাইব্রিড বীজের জন্যে ৩৫ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে ৷ এক হেক্টর জমিতে বীজ থেকে সমস্ত কিছু মিলিয়ে মরিচ চাষের জন্য ২.৫ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত খরতে করতে হতে পারে ৷
ফিচার বিজ্ঞাপন
রাশিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
মিশর ভিসা (বিজনেসম্যানদের জন্য)
Siliguri – Gangtok (Sikkim) 6D/5N
হাইব্রিড মরিচের চাষ করলে ১ হেক্টরে প্রায় ২৫০ থেকে ৩০০ ক্যুইন্টাল পর্যন্ত লঙ্কা উৎপাদন হবে ৷ বাজারে এই লঙ্কা ৩০ থেকে ৮০ টাকায় বিক্রি হয় ৷ যদি লঙ্কা ৫০ টাকা প্রতি কিলো হিসেবে বিক্রি হয় তাহলে ৩০০ ক্যুইন্টাল লঙ্কার দাম প্রায় ১৫ লক্ষ টাকা হবে ৷ অর্থাৎ ১ হেক্টর জমিতে চাষ করে প্রায় ১২ লক্ষ টাকা লাভ করতে পারবেন ৷
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
১৬৫ বার পড়া হয়েছে