আপনি কি অল্প পুঁজিতে লাভজনক ব্যবসা করতে চাচ্ছেন? তাহলে এইটা মনে রাখুন যে কম টাকায় ব্যবসা করার অনেক উপায় বা আইডিয়া আমাদের কাছে রয়েছে। আজ অনেকেই এই ক্ষুদ্র ব্যবসার ধারণা নিয়ে বা করে নিজের জীবন চলাচ্ছেন। ছোট ব্যবসা বা ক্ষুদ্র বিজনেস আমরা ওই গুলোকে বলি যেসব ব্যবসাতে অনেক কম টাকা বা পুঁজির প্রয়োজন হয়।
কিন্তু, এইটা অবশ্যই মনে রাখবেন যে, কম টাকায় আরম্ভ করা ছোট ব্যবসা সবসময় ছোট বা ক্ষুদ্র নাও থাকতে পারে। আপনার ক্ষুদ্র ব্যবসা একদিন বড়ো ব্যবসা হয়ে উঠতেই পারে।কিন্তু তার জন্য আপনার নিজের কাজের ওপর মন, কাজ করার ইচ্ছা এবং ধৈর্য্য শক্তির প্রয়োজন হবে। তাহলেই, আপনি নিজের ক্ষুদ্র বিজনেস কে বড়ো করে নিতে পারবেন।
নিজের একটি ব্যবসা আরম্ভ করাটা সবারিএকটা স্বপ্ন বা ইচ্ছা। কিন্তু, বেশিরভাগ লোকেরা ব্যবসার স্বপ্নটি পূরণ করতে পারেন না অল্প পুঁজির জন্য। তাই আজ এমন একটি ব্যবসার বিষয়ে বলবো যেটি আপনি অনেক কম পুঁজিতে আরম্ভ করতে পারবেন। আর সেটি হলো-
মোবাইল রিপেয়ারিং (mobile repairaing) এর ব্যবসা: আজ মানুষের হাতে হাতে এবং ঘরে ঘরে smatphone আছে। আর, এই স্মার্টফোন ফোনগুলি প্রায়ই খারাপ হয়ে থাকে। তাই, আপনি যদি মোবাইল রিপেয়ারিং এর কাজটি শিখে একটি ছোট্ট দোকান দিয়ে বসতে পারেন তাহলে আপনি অনেকটাই কামিয়ে নিতে পারবেন।
মোবাইল রিপেয়ারিং এর কাজ শুরু করতে আপনার বেশি পুঁজির প্রয়োজন হবেনা। আপনার প্রথমে একটি মোবাইল রিপেয়ারিং এর course করতে হবে যেটা ৩ থেকে ৪ মাসেই হয়ে যাবে। এবং এই কাজ বা কোর্স করতে আপনার বেশি টাকারও প্রয়োজন নেই। কেবল ৩ থেকে ৫ হাজারে এই course করা যায়।
ফিচার বিজ্ঞাপন
ইস্তানবুল, কাপাডোসিয়া ও কুসাডাসি ৭দিন ৬রাত
Alexandria & Cairo 6D/5N
Manila & Angeles City 5D/4N
এখন রইলো দোকান। নিজের রিপেয়ারিং ব্যাবসার জন্য আপনার একটি দোকানের প্রয়োজন হবে। মনে রাখবেন, মোবাইল রিপেয়ারিং ব্যবসার জন্য আপনার বেশি বড় দোকানের প্রয়োজন হবেনা। কেবল নিজের কাজ টুকু করার মতো একটি ছোট্ট দোকান নিলেই হবে। তাই, এখানেও আপনার বেশি টাকার প্রয়োজন নেই।
এখন, course করার পর নিজের দোকান নেয়ার পর আপনার টাকার প্রয়োজন হবে যন্ত্রপাতি কেনার জন্য। Mobile repairing এর কাজ করার জন্য আপনার কিছু যন্ত্রপাতির প্রয়োজন যেগুলি ২ থেকে ৩ হাজার টাকার ভেতরে পেয়ে যাবেন। তাই, চাইলে শুরু করতে পারেন এই ব্যবসা।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
১৬৪ বার পড়া হয়েছে