করোনার কারণে পাল্টে গেছে অনেক কিছু। যোগ হয়েছে নতুন নিয়মকানুন, স্বাস্থ্যবিধি। সংক্রমণের হার নিম্নমুখী হওয়ায় বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে হোটেল–রেস্তোরাঁ খুলে দেওয়া হয়েছে। ভোক্তা টানতে দেওয়া হচ্ছে নানা ছাড়। অনেকেই হয়তো বন্ধুবান্ধব বা স্বজনদের সঙ্গে সময় কাটাতে যাচ্ছেন রেস্তোরাঁয়।

স্বাস্থ্যবিধি মেনে বাইরে খাওয়া তো হতেই পারে, কিন্তু কিছু বিষয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে। যাঁরা খাবার খেতে যাচ্ছেন, তাঁদের যেমন নিয়মকানুন মানতে হবে, তেমনি যাঁরা খাবার পরিবেশন করছেন, তাঁদেরও নিয়ম মানতে হবে। রেস্তোরাঁয় গিয়ে শৌচাগার ব্যবহারেও সতর্ক হতে হবে। শৌচাগারের দরজা খুলতে টিস্যু ব্যবহার করতে হবে। সেখানে যে সাবান, তোয়ালে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে, সেটা ব্যবহার থেকে বিরত থাকুন। সম্ভব হলে নিজের হ্যান্ড স্যানিটাইজার ও টিস্যু ব্যবহার করুন।

অনেক রেস্তোরাঁয় প্রবেশপথে জীবাণুনাশকের ব্যবস্থা রয়েছে। স্যানিটাইজার ব্যবহারের সুবিধাও থাকে। সামাজিক দূরত্ব মেনে দাঁড়াতে চিহ্নও আঁকা থাকে। নিজের সুরক্ষার জন্য হলেও সেগুলো মেনে চলুন। রেস্তোরাঁয় গিয়ে সেখানকার কর্মীদের যতটা সম্ভব কম সংস্পর্শে আসতে হবে। কিছু কিছু রেস্তোরাঁয় শিশুদের খেলার নির্দিষ্ট জায়গা থাকে। এই পরিস্থিতিতে বাচ্চাদের খেলার জায়গাগুলো পরিহার করা উচিত।

অনলাইনে বা বাইরে থেকে কেনা খাবার কতটা নিরাপদ, সেই প্রশ্নও রয়েছে। স্বাস্থ্যসম্মতভাবে খাবার প্রস্তুত করা হলেও ঝুঁকি কিন্তু থেকেই যায়। সেই ক্ষেত্রে বাইরে থেকে কেনা খাবার খেতে চাইলে গরম করে নিতে হবে। পিৎজা–জাতীয় খাবার কিনলে সেটাও মাইক্রোওয়েভ ওভেনে ২ মিনিট ধরে গরম করুন। বাজার থেকে আনা গরম খাবার যে ঠোঙা বা বাক্সে করে আসছে, সেগুলো ঘরে আনার সঙ্গে সঙ্গে বিনে ফেলে দিন এবং খাবার গরম করে খান। খাওয়ার আগে অবশ্যই ২০ সেকেন্ড ভালো করে হাত ধুয়ে নিন। সুযোগ থাকলে টাকা ব্যবহার না করে এটিএম কার্ড ব্যবহার করে বাজার করুন।

ফিচার বিজ্ঞাপন

মিশর ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ৬,০০০ টাকা

Australia Visa (for Govt Service Holder)

মূল্য: 20,000 Taka

অনেকেই মনে করেন, দুই ডোজ টিকা নিলে আর মাস্ক পরতে হবে না। বিষয়টা মোটেও ঠিক নয়। রেস্তোরাঁয় প্রবেশের সময়, খাবার অর্ডার করা ও বিল দেওয়ার সময়ে অবশ্যই মাস্ক পরতে হবে। করোনাকালে বাইরের ভিড়ে যেমন যাওয়া ঠিক না, তেমনি রেস্তোরাঁর ভিড় থেকেও দূরে থাকুন। বুফে রেস্তোরাঁগুলোয় সামাজিক দূরত্ব মানা কঠিন। ফলে টেবিলে বসে অর্ডার করা খাবারই ভালো।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২২২ বার পড়া হয়েছে