ভারতে করোনাভাইরাস আতঙ্কে সতর্কবার্তা জারি করা হয়েছে। বন্ধ হয়েছে সব ধরনের প্রতিষ্ঠান ও সংস্থা। পাশাপাশি দেশটিতে পর্যটকদের প্রবেশ ও গমন বন্ধ করা হয়েছে। দেশি ও বিদেশি সব ধরনের ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।
এবার করোনার কারণে ভারতের সরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া আগামী ৩০ এপ্রিল পর্যন্ত টিকিট বুকিং বন্ধ রেখেছে। সংস্থাটি জানায়, ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে লকডাউন চলবে। তাই বুকিং বন্ধের সময় বাড়িয়ে ৩০ এপ্রিল করা হয়েছে।
জানা যায়, কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী ১৪ এপ্রিল পর্যন্ত দেশে লকডাউন চলবে। এরপরও কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় রয়েছে প্রতিষ্ঠানটি। যদিও বেসরকারি বিমান সংস্থাগুলো ১৫ এপ্রিল থেকে বুকিং নেওয়া শুরু করবে।
দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ২৫ মার্চ থেকে ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। মোদির নির্দেশ অনুযায়ী লকডাউনের সময় ১৪ এপ্রিল শেষ হওয়ার কথা। এ সময়কাল পর্যন্ত দেশীয় এবং আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
ফিচার বিজ্ঞাপন
Premium Villa
জাপান ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
ব্যাংকক-ফুকেট-ফিফি আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড
সূত্র জানায়, এ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৮৮ জন। এর মধ্যে মারা গেছেন ৯৯ জন। বাকি জনদের মধ্যে ২২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ফলে পরিস্থিতি স্থিতিশীল না হলে লকডাউন বাড়তেও পারে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৬৩ বার পড়া হয়েছে