আসুন জেনে নেই করোনাকালে ভ্রমণে করণীয় ও বর্জনীয় সম্পর্কে-

• ভ্রমণে যাওয়ার আগে নিজের করোনা পরীক্ষা করে নিন।
• যদি কোনো হোটেল-মোটেল বা রিসোর্ট করোনার পরীক্ষার রিপোর্ট চায়, তাতে আপনার সুবিধা হবে।
• কোনো হোটেল বা ট্রাভেল কোম্পানি বয়স্ক এবং শিশুদের সঙ্গে নিতে নিষেধ করছে কি না জেনে নিন।
• অতিথি চেকআউটের পর কর্তৃপক্ষ কি আগের মতো বিছানার চাদর, বালিশের কভার, পর্দা, কুশন বদলে দিচ্ছে কি না?
• প্রয়োজনীয় ওষুধ, অতিরিক্ত মাস্ক, গ্লাভস, ডিসপোজেবল ওয়াইপস, হেড কভার, সাবান এবং পর্যাপ্ত স্যানিটাইজার নিয়ে যাবেন।
• যেসব জায়গায় বেশি হাত দেওয়া হয়, হোটেলে ঢুকেই সেগুলো নিজেরা স্যানিটাইজ করে নেবেন।
• হোটেলের কক্ষ থেকে বের হলেই মাস্ক, সানগ্লাস ও হেয়ারকভার পরে নিন।
• বাইরে থেকে এসেই গোসল করবেন। এমনকি পরনের জামা-কাপড় সঙ্গে সঙ্গে ধুয়ে নিন।
• নিজের গাড়ি থাকলে ভালো। না হলে স্থানীয় গাড়ি ব্যবহার করলে বসার জায়গাটা নিরাপদ করে নেবেন।
• বেড়াতে গিয়েও নিরাপদ শারীরিক দূরত্বের কথা মনে রাখবেন। সব সময় নির্দেশিত নির্দিষ্ট বৃত্তে অবস্থান করবেন।
• খাবার হোটেলের কক্ষে এনে খাবেন। খাবারের প্যাকেট বা পানির বোতল খোলার আগে সাবান দিয়ে হাত-মুখ ধুয়ে নিন।
• পারলে সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। লিফট বা এসকালেটর ব্যবহার না করাই ভালো।
• সৈকত যদি ফাঁকা থাকে তাহলে সমুদ্রস্নানে কোনো সমস্যা হওয়ার কথা নয়।
• এলাকার বাসিন্দারা পর্যটক দেখলে আপত্তি করেন কি না জেনে নিন। জনবহুল এলাকায় না যাওয়াই ভালো।
• সব সময় এসির মধ্যে থাকবেন না। পারলে মাঝে মাঝে জানালা খুলে রাখবেন।
• পারলে স্পা রুম, সুইমিং পুল ও রাইডগুলো এড়িয়ে চলাই ভালো।
• বেড়াতে যাওয়ার আগে যেকোনো শারীরিক সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া যাবেন না।

ফিচার বিজ্ঞাপন

Cambodia (Siem Reap & Angkor Wat) 3D/2N

মূল্য: 19,900 Taka

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩২৪ বার পড়া হয়েছে