করোনাভাইরাস সংক্রমণে কিছু রোগীর ফুসফুসে তরল ‘জেলি’ জাতীয় পদার্থ জমা হচ্ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকরা। মিরর অনলাইনের খবরে বলা হয়েছে, সুইডেনের উমিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কোভিড-১৯ রোগে মৃত্যুবরণ করা কয়েকজন রোগীর ময়নাতদন্তের সময় ফুসফুসে তরল জেলির মতো পদার্থ শনাক্ত করেছেন। এটিকে তারা ‘পরিষ্কার তরল জেলি’ হিসেবে বর্ণনা করেছেন। 

গবেষকদের মতে, এ দশাটি ফুসফুস তরলে ভরে গেছে এমন রোগীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ। ‘জেলি’ বিশ্লেষণে দেখা গেছে, এটি হায়ালুরোনান নামক পদার্থ দিয়ে গঠিত, যা সাধারণত কানেক্টিভ টিস্যুতে পাওয়া যায়।

এছাড়া সৌন্দর্যবিষয়ক চিকিৎসা ক্ষেত্রে কৃত্রিমভাবেও হায়ালুরোনাল উৎপাদন করা হয়। যেমন বলিরেখা প্রতিরোধ এবং ঠোঁটের আকার বৃদ্ধির চিকিৎসার জন্য। এক বিবৃতিতে গবেষকরা বলেছেন, ‘যেহেতু হায়ালুরোনাল তার অণুতে প্রচুর পরিমাণ পানি ধরে রাখতে পারে, তাই এটি জেলি জাতীয় পদার্থ গঠন করে। আর এই প্রক্রিয়া কোভিড-১৯ রোগীর ফুসফুসের বায়ুথলিকে দুর্বল করে দেয়। যার ফলস্বরূপ রোগীর ভেন্টিলেটর চিকিৎসার প্রয়োজন হয় এবং সবচেয়ে খারাপ ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের ব্যর্থতায় মৃত্যু ঘটে।’

ফিচার বিজ্ঞাপন

গবেষকদের মতে, বেশ কিছু থেরাপি রয়েছে যা ফুসফুসে এই জেলির উৎপাদন ধীর করা কিংবা এনজাইমের মাধ্যমে জেলিটিকে ভেঙে দিতে পারে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩৮৯ বার পড়া হয়েছে