Asian Motorbikes Limited বাংলাদেশে কাওয়াসাকি মোটরসাইকেল এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর। তারা ঘোষণা করেছে নতুন একটা অফার। Kawasaki KLX 150BF বাইকটিতে দিচ্ছে ৩০,০০০/- টাকার ক্যাশব্যাক অফার এবং সেই সাথে ২ বছরের জন্য রেজিস্ট্রেশন ফি ফ্রী।

কাওয়াসাকি বাংলাদেশ Kawasaki KLX 150BF বাইকটি দুই বছরের রেজিস্ট্রেশন সহ দিচ্ছে ৩০,০০০/- টাকার ক্যাশব্যাক অফার। বাইকটির বর্তমান দাম হচ্ছে ৩,৩০,০০০/- টাকা এবং ক্যাশব্যাক হিসেব করলে দাম আসে ৩,০০,০০০/- টাকা। কাওয়াসাকি পৃথিবীর অন্যতম মোটরসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানি। কাওয়াসাকি হচ্ছে জাপানিজ মোটরসাইকেল কোম্পানি যারা নিনজা সিরিজ, Z series, এবং KLX series এর জন্য বিখ্যাত। এছাড়া অফ রোড মোটরসাইকেল তৈরি করার ক্ষেত্রেও তারা অনেক বেশি এগিয়ে আছে।

Kawasaki KLX 150BF বাংলাদেশের অন্যতম একটি অফ রোড মোটরসাইকেল। বাইকটির ইনিশিয়াল টর্ক আপনাকে যেকোন রাস্তাতেই সুন্দর ভাবে রাইডের আনন্দ দেবে। ইঞ্জিনের রেস্পন্স অনেক স্মুথ যা রাইডার কে যেকোন পরিস্থিতিতে রাইডাকে স্মুথ রাইডে সহায়তা করবে। বাইকটির ফিচার্স গুলো বাইকটি রাইডের ক্ষেত্রে আরও আনন্দদায়ক করে তুলেছে।

অতীতে কাওয়াসাকির বাইকু আমদানীকারকদের মাধ্যমে নিয়ে আসা হতো। তাই এই বাইক গুলোর দামও হতো অনেক বেশি। তবে এশিয়ান মোটরবাইকস লিমিটেড অফিশিয়ালি যখন নিয়ে আসা শুরু করেছে তখন থেকে বাইক গুলোর দাম হাতের নাগালে চলে এসেছে। এছাড়া Kawasaki KLX 150BF এর ক্যাশব্যাক অফার এবং সেই সাথে দুই বছরের রেজিস্ট্রেশন ফি ডার্ট বাইক লাভার বা ডুয়েল পারপাস হিসেবে যারা ব্যবহার করতে চান তারা ক্রয় করতে পারবেন।

ফিচার বিজ্ঞাপন

Manila 5D/4N

মূল্য: 49,900 Taka

Australia Visa for Businessman

মূল্য: 20,000 Taka

Water Lodge

মূল্য: ১২,৫০০ টাকা / রাত

সাসপেনশন সেটা আপের কারণে Kawasaki KLX 150BF বাইকটি বাংলাদেশে অন্যতম অফ রোড বাইক হিসেবে স্বীকৃতি পেয়েছে। সামনের দিকে দেয়া হয়েছে আপ সাইড ডাউন ৩৫মিমি শোয়া ফর্ক সেট আপ। বাইকটির সামনের দিকের সাসপেনশন অন্যতম বেস্ট সাসপেনশন। পেছনের দিকে রেয়ার সাসপেনশন হচ্ছে ৫ স্টেপ এডজাস্টেবল ইউনি ট্র্যাক মনোশক সাসপেনশন। এই কাওয়াসাকি ক্যাশব্যাক অফারটি যারা ডার্ট বাইক বা ডুয়েল পারপাস বাইক ক্রয় করতে চান তাদের অনেক সহায়তা করবে।

Source: bikebd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৯৫ বার পড়া হয়েছে