কাঠের চামচ, কাঁটা চামচের প্রচলন আজকাল অনেক বেশি। কারণ এগুলো মেলা বিহীনভাবে ব্যবহার করা যায়। কিন্তু এগুলোতে রান্নার পর গন্ধ থেকে যায়, পুরনো লাগে। তবে চিন্তার কোনো কারণ নেই। আজ থেকে এসব জিনিস ধোঁয়ার জন্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করবেন। যাতে এগুলো ব্যবহারের পরও নতুনের মতো থাকে।

লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই জানিয়েছে, কাঠের বাসনপত্র কীভাবে ধোয়ার পর ভালো থাকবে। চলুন, এক নজরে জেনে নিন কোন উপায়ে এসব রান্নার জিনিস পরিষ্কার করবেন-

লেবুর রস

গরম পানির মধ্যে লেবুর রস মেশান। এবার এই গরম পানির মধ্যে কাঠের তৈরি রান্নার জিনিসপত্র ১৫ মিনিট ভিজিয়ে রাখুন। এবার পানি থেকে তুলে এগুলো শুকনো তোয়ালে দিয়ে মুছে রোদে শুকাতে দিন। দেখবেন এগুলোর দাগ, গন্ধ সব দূর হয়ে যাবে।

ভিনেগার

প্রথমে একটি বাটিতে এক গ্লাস ভিনেগার নিন। এবার এতে ১ টেবিল চামচ মধু মেশান। এরপর এতে একটি সুতির কাপড় ভিজিয়ে পানি ঝরিয়ে রান্নার আসবাবগুলো মুছে নিন। এবার ভালো করে শুকিয়ে নিন। এতে এগুলো আর পুরনো মনে হবে না।

লবণ

ফিচার বিজ্ঞাপন

Maldives (Paradise Island) 3D/2N

মূল্য: ৪২,৯০০ টাকা

গরম পানির মধ্যে লবণ মিশিয়ে রান্নার আসবাবগুলো পাঁচ মিনিট গরম করুন। এবার পানি থেকে তুলে তোয়ালে দিয়ে ভালো করে মুছে সূর্যের আলোতে শুকিয়ে নিন। এতে অনেকদিন এগুলো ভালো থাকবে।

বেকিং সোডা

লেবুর রসের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে পেস্ট তৈরি করুন। কাঠের রান্নার আসবাবগুলোতে এই মিশ্রণ মেখে ১৫ মিনিট রোদে শুকাতে দিন। এবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। এতে সহজেই এগুলোর দাগ উঠে যাবে।

গরম পানি

যতবার রান্নার জন্য আপনি এই কাঠের জিনিসপত্রগুলো ব্যবহার করবেন ততবার গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এর ফলে এগুলো পরিষ্কারের জন্য বাড়তি ঝামেলায় পড়তে হবে না।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১,৯৪৪ বার পড়া হয়েছে