কানের ভেতর কোনোরকম শব্দ হওয়াকে মেডিক্যালের পরিভাষায় টিনিটাস বলা হয়। তরুণ বা বৃদ্ধ, যেকারো কানে টিনিটাস তথা অদ্ভুত শব্দ হতে পারে। এটা প্রতিনিয়ত অথবা বিরতি নিয়ে হতে পারে। এটা খুবই বিরক্তিকর অথবা হালকা/সহনীয় প্রকৃতির হতে পারে। টিনিটাসের অনেক কারণ রয়েছে, যেমন- মানসিক চাপ, হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি, মাথায় আঘাত ও অন্যান্য। টিনিটাসের স্থায়িত্ব দুই সপ্তাহের বেশি হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে ও প্রকৃত কারণ শনাক্তকরণে প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে। এখানে কানের ভেতর অস্বাভাবিক শব্দ বা টিনিটাসের ৮টি কারণ উল্লেখ করা হলো।
উচ্চ শব্দ: কানের ভেতর অস্বাভাবিক শব্দের সবচেয়ে বেশি প্রচলিত কারণ হলো উচ্চ শব্দের সংস্পর্শে আসা। করাত মিলের মতো উচ্চ শব্দের পরিবেশে কাজ করলে অথবা অতিরিক্ত লাউড মিউজিক শুনলে টিনিটাসের ঝুঁকি বাড়ে। কিন্তু আপনি চাইলে উচ্চ শব্দ এড়াতে পদক্ষেপ নিতে পারেন, যেমন- গান শোনার সময় ভলিউমকে ৫০ শতাংশের বেশি না বাড়ানো ও উচ্চ শব্দের কাজ করার সময় হিয়ারিং প্রোটেক্টর ব্যবহার করা।
কান পরিষ্কার না করা: অনেক চিকিৎসক বলেন যে, কানের খইল পরিষ্কারের প্রয়োজন নেই, এমনকি হার্ভার্ড মেডিক্যাল স্কুলের প্রতিবেদনেও কানের খইল পরিষ্কারে অনুৎসাহিত করা হয়েছে। কিন্তু কারো কারো কানে অতিরিক্ত খইল উৎপন্ন হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে। এই প্রতিবন্ধকতার কারণে কানের ভেতর অস্বাভাবিক শব্দ হতে পারে। কোনো ফিজিশিয়ানের শরণাপন্ন হয়ে কানের ময়লা দূর করে ফেললে টিনিটাস চলে যাবে।
মাথায় আঘাত: সম্প্রতি মাথায় আঘাত পেয়েছেন? মাথায় আঘাত তথা কনকাশনের অন্যতম উপসর্গ হলো কানের ভেতর অদ্ভুত শব্দ হওয়া, বিশেষ করে মাথার একপাশে কনকাশন হলে। কনকাশনের আরো কিছু উপসর্গ হলো- মাথাব্যথা, মাথাঘোরানো ও বমিভাব। মাথাকে সুরক্ষিত রাখতে হকি খেলা, কনস্ট্রাকশনের কাজ ও অন্যান্য ঝুঁকিপূর্ণ কাজের সময় হেড প্রোটেক্টর ব্যবহার করা উচিত।
হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি: অটোস্ক্লেরোসিস নামক বংশগত ব্যাধির কারণে মধ্যকানে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি হতে পারে।মধ্যকানে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধির কারণে শ্রবণশক্তি কমে যেতে পারে ও কানের ভেতর অস্বাভাবিক শব্দ হতে পারে, যা সাধারণত ৩০ বছরের পর থেকে শুরু হয়। ভালো খবর হলো, অস্ত্রোপচারের মাধ্যমে এর চিকিৎসা করা যায়। তাই কানে অদ্ভুত শব্দ শুনতে পেলে অটোস্ক্লেরোসিসের পারিবারিক ইতিহাস খোঁজ করুন।
ফিচার বিজ্ঞাপন
Dubai (City tour- Dhow Cruise- Desert safari- Abu Dhabi tour) 5D/4N
Domain Registration
ব্যাংকক-ফুকেট-ফিফি আইল্যান্ড-সাফারি ওয়ার্ল্ড ৬দিন ৫ রাত
কিছু স্বাস্থ্য সমস্যা: কিছু স্বাস্থ্য সমস্যায় কানের ভেতর টিনিটাস হতে পারে, যেমন- কানের ভেতর অস্বাভাবিক তরলীয় চাপ বা মেনিয়ার’স ডিজিজ, ক্যানসারবিহীন টিউমার বা একাউস্টিক নিউরোমা, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও অ্যালার্জি। আপনার এসব সমস্যা থাকলে ও টিনিটাস হলে চিকিৎসকের সঙ্গে আলাপ করুন। তিনি প্রকৃত কারণ শনাক্ত করে সঠিক চিকিৎসা দেবেন।
মানসিক চাপ: মানসিক চাপেও কানের ভেতর অস্বাভাবিক শব্দ সৃষ্টি হতে পারে। ডা. কিন্ডেন বলেন, ‘মানসিক চাপে কানে অদ্ভুত শব্দ শুনতে পাওয়া যেতে পারে, কিন্তু আবেগীয় চাপে টিনিটাসের তেমন সম্ভাবনা নেই। মানসিক চাপ বা দুশ্চিন্তা বাড়লে টিনিটাস আরো লাউড হতে পারে।’ কিছু মানুষের ক্ষেত্রে ক্যাফেইন খেলেও টিনিটাস শোনা যেতে পারে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২৬৩ বার পড়া হয়েছে