কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো শুরু হতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৯’। পিকেএসএফ এবং সিসিডিএ এর আর্থিক সহায়তা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে প্রতিযোগিতা চলবে ১৫দিন।
প্রতিযোগিতা উপলক্ষে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলবে রবিবার (৩০ জুন) থেকে মঙ্গলবার (০২ জুলাই) পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের সামনের বুথ থেকে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
১৫ দিনব্যাপী প্রতিযোগিতার প্রাথমিক বাছাই পর্ব ০৩ জুলাই থেকে শুরু হয়ে চলবে ০৫ জুলাই পর্যন্ত। প্রতিযোগিতার দ্বিতীয় পর্যায়ের বাছাই শুরু হবে ০৬ জুলাই। সমাপনী অনুষ্ঠান হবে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে।
অনুষ্ঠানের প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকবে নাচ, গান, দলীয় অভিনয়, আবৃত্তি এবং বিতর্ক প্রতিযোগিতা। আয়োজনের সমাপনীতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে থাকছে থিয়েটার, প্রতিবর্তন, অনুপ্রাস, সাইন্সক্লাব, আইটি সোসাইটি, বন্ধু, বিএনসিসি, স্কাউট, সমকাল সুহৃদ সমাবেশ, প্রথম আলো বন্ধুসভা, অনুস্বার, অভয়ারণ্য।
ফিচার বিজ্ঞাপন
Manila & Cebu 5D/4N
তুরস্ক ভিসা (চাকুরীজীবী)
শেনজেন ভিসা প্রসেসিং (চাকুরীজীবী)
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিতব্য অন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ শামিমুল ইসলাম বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ে সবসময় আমাদের বাঙ্গালি সাংস্কৃতি চর্চা হোক। তারই ধারাবাহিকতায় এই আয়োজন। আমরা আশা করি শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলবে।’
Source: ittefaq ( 1 july 2019)
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৯৪১ বার পড়া হয়েছে





