মাথার ত্বক মূলত তিন ধরনের হয়ে থাকে—শুষ্ক, তৈলাক্ত আর স্বাভাবিক। রোজ কিংবা দু-এক দিন অন্তর শ্যাম্পু না করলেই যদি চুল তেলতেলে হয়ে যায়, তাহলে মাথার ত্বক তৈলাক্ত বলেই ধরে নিতে হবে। মাথার ত্বক স্বাভাবিক প্রকৃতির হলে একবার শ্যাম্পু করলে তিন দিন পর্যন্ত চুল তৈলাক্ত দেখায় না। আর শুষ্ক প্রকৃতির হলে সপ্তাহখানেকের আগে চুলে তৈলাক্ত ভাব আসে না। চুলের পুরুত্ব বেশি হলে মাথার ত্বকের তৈলাক্ত ভাব কম বলে ধরে নেওয়া যায়। শুষ্ক ধরনের হলে চুলকানি এবং ক্ষুদ্র আঁশ ওঠার প্রবণতা থাকে। তৈলাক্ত ধরনের হলে একটু চকচকে দেখায়, খুশকিও বেশি হয়; দেখা দিতে পারে ব্রণ।

টিস্যু পেপার ব্যবহার করে জানতে পারবেন আপনার মাথার ত্বক তৈলাক্ত না শুষ্কছবি: কবির হোসেন

টিস্যু পেপারেও মাথার ত্বক যাচাই করতে পারেন। শ্যাম্পু করার দুই দিন পর টিস্যু পেপার দিয়ে মাথার ত্বক মুছলে টিস্যু পেপারে যদি একটি ছোট, স্বচ্ছ অংশ দেখা যায়, তাহলে তা স্বাভাবিক। যদি গাঢ়, তৈলাক্ত অংশ দেখা যায়, তবে তা তৈলাক্ত। আর যদি কিছুই দেখা না যায়, তবে তা শুষ্ক ধরনের।

মাথার ত্বক যদি হয় শুষ্ক

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১০৯ বার পড়া হয়েছে