কোভিড–১৯ দুর্যোগে ক্ষতিগ্রস্ত স্টার্টআপ এবং ব্যবসা খাতে সহায়তা করতে সম্প্রতি চালু হয়েছে ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ নামের নতুন প্ল্যাটফর্ম। দেশীয় স্টার্টআপ সেবা এক্সওয়াইজেডের এসবিজনেস প্ল্যাটফর্মে যুক্ত নতুন প্ল্যাটফর্মটি সম্প্রতি উদ্বোধন করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতি মন্ত্রী জুনাইদ আহমেদ।
এসবিজনেসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাদের সঙ্গে ডন সামদানি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং বেটার স্টোরিজ মিলে ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯ নামের যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, এতে বিভিন্ন স্টার্টআপ প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ভাবে ন্যায্য চুক্তির মাধ্যমে পণ্য ও সেবা ক্রয় এবং বিক্রয় করতে পারবে। যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর আর্থিক সহায়তা প্রয়োজন, তাদের জন্য মোট এক কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা থাকছে।
জুনাইদ আহমেদ বলেন, দেশের স্টার্ট-আপ খাতকে সহায়তা করতে সরকার কাজ করে যাচ্ছে। কোভিড-১৯ পরিস্থিতিতে প্রযুক্তি সেবার মান বাড়িয়ে এর সুফল ব্যবসায়ীদের মাঝে পৌঁছে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কাজ শুরু করেছে। এর মধ্যে নতুন এ ধরনের প্রশংসনীয়।
ফিচার বিজ্ঞাপন
Siem Reap Cambodia 4D/3N
Manila & Angeles City 5D/4N
মৈনট ঘাট প্রাইভেট ডে লং ট্যুর
সেবার প্রধান নির্বাহী আদনান ইমতিয়াজ বলেন, এসবিজনেসের মাধ্যমে আমরা যে প্ল্যাটফর্ম তৈরি করেছি সেখানে ক্রেতা এবং সরবরাহকারী উভয়ের মধ্যে সম্পর্ক তৈরি হবে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে স্টার্ট-আপ এবং অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান মানব সম্পদ ব্যবস্থাপনা, কর্মক্ষেত্র, হিসাবরক্ষণ, পরিচ্ছনতা, টপআপসহ বিভিন্ন সেবা নিতে পারবেন।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩৬৫ বার পড়া হয়েছে





