আমি আমার পক্ষ থেকে মাত্র ৫ হাজার টাকা দিয়ে শুরু করে মাসে লাখ টাকা কামানোর একটি আইডিয়া দিচ্ছি। এটা শুধু আমার আয়ত্বের মধ্যের ব্যবহার আইডিয়াই দিবো।

প্রথমত যেহেতু আমি একজন প্রিন্টিং ব্যাবসায়ী তাই আমার গন্ডির মধ্যে থেকে বিনা পুজিতে শুধু নিজের পরিশ্রম দিয়ে ব্যবসা শুরু করার আইডিয়া দিচ্ছি

১. ভালো কোন প্রিন্টিং সাপ্লাই প্রতিষ্ঠানের সাথে কথা বলুন, তাদের থেকে ভিজিটিং কার্ড, প্যাড, ক্যাশমেমো, আইডিকার্ড এসব এর হেোলসেল প্রাইছ জেনে নিন, কিছু স্যাম্পল কালেক্ট করুন। এবার নিজের পরিচিত ভাই বেরাদারের প্রতিষ্ঠানগুলোতে যান, তাদেরকে সামান্য লাভে সেসব সাপ্লাই দেবার চেষ্টা করুন।

যেমন ১ হাজার ভিজিটিং কার্ড ২০০ টাকার মধ্যে আপনি হোলসেলে করাতে পারবেন কিন্তু ৫০০-১০০০ পর্যন্ত ভোক্তা পর্যায়ে দিতে পারবেন।

আইডি কার্ড কোয়ালিটি ভেদে ২০-৩০ টাকার মধ্যে নিতে পারবেন, পরিচিত স্কুল, কলেজ, গার্মেন্টস, বেসরকারী প্রতিষ্টানে ৫০-১০০ টাকায় কোটেশান সাবমিট করুন। আশা করি প্রথম মাসেই ৩০০০০ টাকার উপর আয় করতে পারবেন। লজ্জা রাখতে পারবেননা। সব জায়গাতেই নক দিবেন। ১০ জায়গায় নক দিলে ১ টি থেকে হলেও পাবেন। নিজের কোন পুজির দরকার নেই। যাদের থেকে কাজ নিবেন কিছু এডভান্স নিবেন তাদের থেকে। সেটা যার থেকে হোলসেল নিবেন তার কাছে দিবেন। এভাবে একসময় সর্ম্পক গভীর হলে আর লেনদেন নিয়ে চিন্তা করতে হবেনা।

ফিচার বিজ্ঞাপন

US Visa (Spouse)

মূল্য: 5,000 Taka

Singapore Tour with Sentosa 4D/3N

মূল্য: ২৪,৯০০ টাকা

Australia Visa (for Govt Service Holder)

মূল্য: 20,000 Taka

আরেকটি আইডিয়া- প্রত্যেক অফিসেই লেজার প্রিন্টার থাকে বর্তমানে কোন প্রতিষ্ঠানই অর্জিনাল টোনার ব্যবহার করেনা। সবাই চায়না ব্রান্ডের লেজার টোনার ব্যবহার করে। অর্জিনাল যে টোনার ৮০০০ টাকা সেটা চায়না ব্রান্ডের দাম ২০০০-২৫০০ টাকা। প্রিন্ট কোয়ালিটি-কোয়ানটিটি সেমই। আপনি সে টোনার ইর্ম্পোর্টার এর থেকে ১২০০-১৫০০ এর মধ্যে পাবেন কষ্ট করে মাসে ৫০ টি টোনার বিক্রি করতে পারলে ৫০০০০ টাকা প্রফিট করতে পারবেন।

একটি সত্যি কথা বলি ব্যবসায় পুজির চেয়েও বড় জিনিস হল , পরিশ্রম, সততা, আয়ের অদম্য ইচ্ছা।

Idea By: Sadi DigiTal

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৯৩৪ বার পড়া হয়েছে