৫ হাজার টাকায় বেকারী থেকে বন, পাউরুটি, কেক, বিভিন্ন ধরনের বিস্কুট পাইকারী কিনে বিভিন্ন টি স্টল, মুদি দোকানে সাপ্লাই দেওয়া যেতে পারে। এর সুবিধা সুবিধা হচ্ছে প্রতিদিনই পণ্য বিক্রি করা যাবে। আসলে এইসব পণ্য পুলাপান ৪/৫ ঘন্টায় খেয়ে শেষ করে ফেলে। বেকারী থেকে যে দামে কিনবেন তার চেয়ে ৫-১০ টাকা বেশি দরে প্রতি প্যাকেট বিক্রি করবেন। যদি ২০ টি দোকানে সাপ্লাই দেওয়া যায় তাহলে মাসে খুব সহজেই ১০ – ১৫ হাজার টাকা আয় করা যাবে। একটা দোকান থেকে ন্যুন্যতম ২০ টাকা লাভ হলে ২০ টা দোকান থেকে দৈনিক আয় ৪০০ টাকা। মাসে সহজেই ১২০০০ টাকা। দোকান আরও বেশি ধরতে পারলে আয়ও আরও বেশি হবে। এই ব্যবসা যে কোন জায়গাতেই করা যাবে। একটা উদাহরণ দেই। বেকারীতে প্রতি প্যাকেট কেক বিক্রী হয় ৪০ টাকায় (বড় গুলি)। সেগুলি আপনি ৪০ টাকায় কিনে ৪৫ টাকা দরে বিক্রি করলেও প্যাকেট প্রতি ৫ টাকা করে লাভ হচ্ছে। এই রকম সব প্রোডাক্টেই ন্যুনতম ৫ টাকা করে লাভ হবে। একটা দোকানেই প্রতিদিন ৬/৭ প্যাকেট করে কেক, পাউরুটি, বন, টোস্ট বিস্কুট লাগে। এইভাবে প্রতিদিন মাল সরবারহ করতে করতে দোকানদারদের সাথে আপনার একটা সু সম্পর্ক তৈরি হবে। বছর শেষে দেখবেন যে আপনার বিশাল এক নেটওয়ার্ক তৈরি হয়েছে। তখন আপনি নিজেই ৪/৫ লাখ টাকা দিয়ে বেকারী খুলে তাদের মাঝে সরাসরি আরও কম দামে মাল সরবারহ করতে পারবেন। যেহেতু তারা আগে থেকেই আপনারা কাস্টমার সুতরাং তাদের মাঝে পণ্য সরবারহ করতে কোন সমস্যা তো হবেই না বরং তারা আগের চেয়ে কম দামে পেয়ে আরো বেশি করে কিনবে। সবচেয়ে সুবিধা হচ্ছে এটাতে সময় কম লাগবে। ২০ টা দোকানে সাপ্লাই দিতে সর্বোচ্চ ২ ঘন্টা লাগবে। সকাল বা বিকালে মাল দিতে হয় বলে আপনার পড়াশুনারও ক্ষতি হবে না। এইভাবে ইলেক্ট্রনিক ও কসমেটিক সামগ্রীও বিক্রি করা যেতে পারে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

ফিচার বিজ্ঞাপন

Manila & Cebu 5D/4N

মূল্য: 59,900 Taka

কালিজিরার তেল

মূল্য: ১৬০০ টাকা/কেজি

Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N

মূল্য: 147,000 Taka

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৩৮৩ বার পড়া হয়েছে