খাদ্য অধিদপ্তর রাজধানী ঢাকায় ওএমএস কার্যক্রম পুনরায় শুরু করেছে। এ কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি খোলা আটা ১৮ টাকা বিক্রি হচ্ছে। একজন ক্রেতা দিনে সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও পাঁচ কেজি আটা ক্রয় করতে পারবেন। 

ঢাকায় প্রতিদিন ১০৫টি দোকানে ডিলারের মাধ্যেম ১.৫ মেট্রিকটন চাল ও ১ মেট্রিকটন আটা বিক্রি করা হচ্ছে। বুধবার (২৮ জুলাই) রাজধানীর হাতিরপুলে চলমান ওএমএস ট্রাকসেল কার্যক্রম পরিদর্শণ করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক শেখ মুজিবুর রহমান।

বুধবার খাদ্য মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, ‘গত ২৪ জুলাই থেকে ওএমএস কার্যক্রম পুনরায় শুরু করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি হচ্ছে। এছাড়াও প্রতিদিন ২০টি ভ্রাম্যমাণ ট্রাকের প্রতিটিতে ৩ মেট্রিকটন চাল ও ১ মেট্রিকটন প্যাকেট আটা বিক্রি করা হচ্ছে। প্রতিটি ১ কেজি আটার প্যাকেটের মূল্য ২৩ টাকা। 

ফিচার বিজ্ঞাপন

জাকার্তা ও বালি ৭দিন ৬ রাত

মূল্য: ৩৩,০০০ টাকা

Maldives (Paradise Island) 3D/2N

মূল্য: ৪২,৯০০ টাকা

উল্লেখ্য, বাজারে ১ কেজি প্যাকেট আটার মূল্য ন্যূনতম ৩৬ টাকা। প্রত্যেক ক্রেতা ট্রাক থেকে সর্বোচ্চ ৩ প্যাকেট আটা ক্রয় করতে পারবেন। এছাড়াও কঠোর লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ প্রণোদনা প্যাকেজের আওতায় গত ২৪ জুলাই থেকে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভায় একইভাবে চাল ও আটা বিক্রি করা হচ্ছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১৬৩ বার পড়া হয়েছে