ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, কেউ খালের মধ্যে বাসা-বাড়ির ময়লা-আবর্জনা, প্লাস্টিকের বোতল ফেললে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে তা শনাক্ত করা হবে। তাদেরকে জেল-জরিমানার পাশাপাশি প্রয়োজনে কারাদণ্ড দেওয়া হবে।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। মেয়র বলেন, ‘এখন থেকে সিসিটিভির মাধ্যমে সব দেখা হবে। কারা কারা খালে ময়লা ফেলছে, সব দেখা হবে। সেই অনুযায়ী তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সবাইকে এ ব্যাপারে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা যদি সিসিটিভিতে দেখি কেউ এই রাস্তায় এসে ময়লা ফেলে গেছে বা খালে আবর্জনা ফেলছে সঙ্গে সঙ্গেই তাদের ধরা হবে। কেউ ছাড় পাবে না।’

ফিচার বিজ্ঞাপন

Kandy- Nuwara Eliya- Galle & Colombo 6D/5N

মূল্য: 36,900 Taka

Domain Registration

মূল্য: ১,৫০০ টাকা

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২৪২ বার পড়া হয়েছে