খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতক-স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় এ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
গত ২ নভেম্বর সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ ইউনিটের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীববিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ২৬ নভেম্বর থেকে মেধা তালিকা অনুসারে এ ইউনিটের শিক্ষার্থীদের ভর্তি করা হবে। তবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে ডিসিপ্লিনের পচ্ছন্দক্রম পূরণ করতে বলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন দৈনিক শিক্ষাডটকমকে জানায়, আসন শূন্য থাকলে আগামী ১ ডিসেম্বর থেকে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত বিষয় শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
ফিচার বিজ্ঞাপন
কোরিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
বেইজিং ৪ দিন ৩ রাত
Maldives (Centara Ras Fushi Resort & Spa) 3D/2N
উল্লেখ্য, ‘এ’ ইউনিটের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের অধীন মোট ১৫টি ডিসিপ্লিন রয়েছে। এ দুইটি স্কুলেই সর্বাধিক সংখ্যক ভর্তি পরীক্ষার্থী ছিলো।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৪৬৫ বার পড়া হয়েছে