তুলসী

এক কাপ তুলসীপাতা নিয়ে রস করুন। ২ কাপ পানির সঙ্গে জ্বাল করুন। ঠান্ডা করে কিউব আকারের ছাঁচে পুরে ডিপ ফ্রিজে রাখুন। টোনার হিসেবে প্রতি রাতে ঘুমানোর আগে একটি কিউব মুখে ঘষে নিন। মুখ শুকিয়ে যাওয়ার পর ময়েশ্চারাইজার আবশ্যক।

ত্বকে ফুসকুড়ি, ব্রণ হওয়ার প্রবণতা বেশি হলে তুলসীপাতা নিন এক কাপ, রস করে হালকাভাবে গরম করুন। এক চা–চামচ চালের গুঁড়া ও এক চা–চামচ বেসন (মুগডালের) মিশিয়ে নিন। প্রতিদিন মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।বিজ্ঞাপন

হলুদ

হলুদের রস নিন ২ টেবিল চামচ। ফুটিয়ে ঠান্ডা করে এতে এক টেবিল চামচ জিরা (গোটা) ভিজিয়ে রাখুন ১০ মিনিট। এরপর বেটে বা পেস্ট করে নিন। যোগ করুন ৩-৪ ফোঁটা লেবুর রস ও এক চা–চামচ তরল দুধ (গুঁড়া দুধ নয়)। মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বকে বেশি দাগ–ছোপ থাকলে (যেমন মেছতার দাগ খুব গাঢ় হয়ে থাকলে) প্রতিদিনও ব্যবহার করা যায়।

ফিচার বিজ্ঞাপন

Cairo-Alexandria-Aswan & Luxor 8D/7N

মূল্য: 91,900 Taka

পুরো শরীরেও ব্যবহার করতে পারেন হলুদের প্যাক। শরীরের বিভিন্ন অংশে রঙের অসামঞ্জস্য (যেমন ঘাড়, বগল বা পেটে ছোপ ছোপ দাগ) থাকলে হলুদের রস নিন এক কাপ। ফুটিয়ে ঠান্ডা করে এতে চালের গুঁড়া এক কাপ, টক দই এক কাপ, লেবুর খোসাবাটা ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, বাদামি চিনি (ব্রাউন সুগার) আধা কাপ, কফিগুঁড়া আধা কাপ মিশিয়ে নিন। প্রয়োজনে এই অনুপাত ঠিক রেখে পরিমাণ কমবেশি করে নিন। শরীরে লাগানোর পর ১০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঘষে ঘষে তুলে ফেলুন। সপ্তাহে ১-২ দিন ব্যবহার করুন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩০৪ বার পড়া হয়েছে