ছোট ছোট গাছ, সেটার জন্য ছোট ছোট টব। ঘরে বা বারান্দায় রাখা টবগুলো কি সব সময়ই সুন্দর কারুকাজ আর নকশার হয়? অনেক সময় প্লাস্টিকের পানির বোতল, ঘরে ফেলা রাখা বাটি, ভাঙা ছোট-মাঝারি সরঞ্জামে বেড়ে ওঠে গাছ। সেই গাছ যখন অন্দরে সাজানোর কথা মনে হয়, প্রয়োজন হয় শৈল্পিক মোড়ক।টবের জন্য এখন বাজারের ঝুরিগুলো এতটাই নান্দনিক, পুরোনো টবে বসানো গাছগুলোকে যখন এটার ভেতর রাখা হয়, চেহারায় বদল চলে আসে।

বাজারে টবের জন্য দেশীয় উপাদানের মোড়ক বা ঝুরি পাওয়া যায়। এ ছাড়া বিভিন্ন অনলাইনে গৃহ সরঞ্জাম নকশাবিদদের নকশা করা আলাদা রকমের মোড়ক পাওয়া যাবে। এগুলো দেয়ালে ঝোলানো, টেবিলে রাখা বা মেঝে ও বারান্দায় রাখার জন্য একেবারেই উপযোগী।

গৃহসজ্জাসামগ্রীর অনলাইন পেজ ভূমি আর্টিশান দেশীয় ও পরিবেশবান্ধব উপাদানে তৈরি টবের মোড়ক বিক্রি করছে। আকার অনুসারে টবের মোড়কগুলোর দাম ১৫০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

এই পেজের স্বত্বাধিকারী জান্নাতুল ফেরদাউস বলেন, ‘টবের জন্য মোড়ক নকশার কাজ প্রথমে শুরু করি নিজের ঘর থেকেই। বর্তমানে পাট, বাঁশ, বেত, হোগলাপাতা ও নারকেলের বাকল নিয়ে কাজ করেছি। এসব উপাদান দেশের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করেন আমার কারিগরেরা।’

টবের আকার অনুসারে টবের জন্য ১২/১২ ইঞ্চি, ৯/৯ ইঞ্চি, ৭/৭ ইঞ্চি ও ৫/৫ ইঞ্চি মোড়ক পাওয়া যায়। এ ছাড়া গোল, চারকোনা, তিন কোনা ও ঝোলানো, বালতি, ঝুড়ি, মাছ ধরার খালই আকারের মোড়ক আছে।

ভিনটেজ এম্পোরিয়াম পেজে গাছের টবের জন্য পাওয়া যাবে কাঠের বাক্স আকারের ঝুলন্ত মোড়ক। দাম পড়বে ৭৯০ টাকা। বেতের গোল ঝুড়ি, দাম ১ হাজার ৮০ টাকা। নারকেলের ঝুড়ি, দাম ৯০০ টাকা। বেশি দেশি পেজে পাট, বাঁশ ও হোগলা পাতার পণ্য পাওয়া যাবে। দাম ২০০ টাকা থেকে ১ হাজার টাকা। কারুকথন ও অন্দর শৈলী পেজে পাওয়া যাবে সুতার বোনা ভিন্নধর্মী টবের মোড়ক।

ফিচার বিজ্ঞাপন

Kandy- Nuwara Eliya- Galle & Colombo 6D/5N

মূল্য: 36,900 Taka

Siliguri – Darjeeling – Gangtok (Sikkim) 8D/7N

মূল্য: ৩০,৯০০ টাকা

এ ছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি), আড়ং, জয়িতা, সোর্স, কারুপল্লীতে টবের মোড়কের জন্য পাটের ঝুড়ি ও পাটের অনেক ধরনের পণ্য পাওয়া যাবে।

নিজে করি

বাসায় থাকা ছালার চট সেলাই করে টবের কাভার তৈরি করতে পারেন। আবার দড়ি থাকলে তা আঠার মাধ্যমে লাগালে টবের মোড়ক তৈরি হয়ে যাবে।

ঘরে পড়ে থাকা পুরোনো সুতির কাপড় সেলাই করে টবের জন্য মোড়ক তৈরি করে নিন। সেলাই না করে কাপড় পেঁচিয়ে আঠা দিয়েও লাগিয়ে দিতে পারেন। রঙিন কাগজ কেটে টবের আকার অনুসারে কাভার তৈরি করা যায়।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



১৬৯ বার পড়া হয়েছে