গাড়ির ব্রেক ফেলের কারণে অনেক প্রাণহানি ঘটে। কিন্তু এটি খুব সাধারণ একটি সমস্যা। একটু সতর্ক থাকলেই বিষয়টি সহজে মোকাবিলা করা যায়। প্রথমেই মাথায় রাখুন, ব্রেক ফেল হল অতি সাধারণ একটি সমস্যা।

১. প্রথমেই উদ্বিগ্ন হওয়া বন্ধ করুন। মাথা ঠান্ডা করে ফেলুন সবার আগে।

২. এর পরে অ্যাকসিলারেটর থেকে পা সরিয়ে নিন। গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকলে, সেটি বন্ধ করুন।

৩. ব্রেকে প্রেশার কম মনে হলে বারে বারে পাম্প করতে থাকুন।

৪. গাড়ির গিয়ার একেবারে নামিয়ে আনুন। এতে গাড়ির গতি কমবে। তবে গিয়ার কমান ধীরে ধীরে।

৫. এর পরে হ্যান্ড ব্রেক ব্যবহার করুন।

ফিচার বিজ্ঞাপন

USA Visa (Lawyer)

মূল্য: 5,000 Taka

Australia Visa for Businessman

মূল্য: 20,000 Taka

৬. রাস্তা যদি চওড়া এবং ফাঁকা থাকে, ওই কম গতিতে গাড়ি এঁকেবেঁকে চালান। এতে গতি আরও কমবে। তবে বেশি গতিতে এ কাজ করতে যাবেন না।

৭. এইভাবে গতি অনেকটা কমে এলে পুকুর, নদী বা ব্রিজ এড়িয়ে বালি বা ঝোপের মতো কোথাও গাড়়িটি ভিড়িয়ে দিন।

৮. অবশ্যই সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো শুরু করবেন। আর ব্রেক ফেল করলে যত বেশি সম্ভব হর্ণ দিন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১,০২০ বার পড়া হয়েছে