– গাড়ির ইতিহাস বেশ পুরনো। পনেরোশ’ শতাব্দীতে লিওনার্দো দ্য ভিঞ্চি প্রথম চলাচলের জন্য গাড়ির ডিজাইন ও মডেল তৈরি করেন।
-১৭৬৯ সালে নিকোলাস-জোসেফ কাগনট প্রথম বাষ্পচালিত গাড়ি তৈরির মাধ্যমে মানুষের চলাচলের ব্যবস্থা করেন।
-৮০৭ সালে ফ্রাঙ্কোয়েস আইজ্যাক ডি রিভাজ প্রথম হাইড্রোজেন-শক্তি চালিত ইঞ্জিন আবিস্কার করেন।
-১৮৩২ সালে রবার্ট অ্যান্ডারসন বিদ্যুৎচালিত বাহন আবিস্কার করেন। তবে ১৮৭০ সালে তার চিন্তা ব্যবহারিকভাবে কার্যকর হয়।
-১৮৮৫-৮৬ সালে কার্ল বেঞ্জ প্রথম তিন চাকার পেট্রোল বা গ্যাসোলিন চালিত গাড়ি আবিস্কার করেন। আর এটাকেই সহজে ব্যবহার উপযোগী প্রথম গাড়ি হিসেবে আখ্যায়িত করা হয়।
-১৯০১ সালে ডেইমলারস মোটর করপোরেশনের পক্ষে উইলহেম মেব্যাক প্রথম ‘মার্সিডিজ’ ব্র্যান্ডের আধুনিক যুগের গাড়ি বাজারজাত করে।
-আমেরিকান কোম্পানি ফোর্ড ১৯০৮ সালে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বিচারে ‘মডেল টি’ নামে গাড়ি বাজারজাত শুরু করে।
-গাড়ির ইংরেজি ‘কার’ শব্দটি লাতিন শব্দ র্কারুস বা র্কারুম থেকে নেওয়া হয়েছে বলে ধারণা করা হয়। যার অর্থ চাকার বাহন।
-২০১৭ সালের এক সমীক্ষায় দেখা গেছে, বিশ্বজুড়ে ১৪০ কোটি গাড়ি রয়েছে।
-জাপানি গাড়ির ব্র্যান্ড টয়োটার ‘টয়োটা করোল্লা’ মডেলটি বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় ও সর্বাধিক বিক্রীত গাড়ি।
-সুইডিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘ভলভো’র গাড়িগুলো জনপ্রিয়তা পায় যাত্রীদের জন্য নিরাপদ বলে। প্রতিষ্ঠানটি যাত্রীর নিরাপত্তায় গাড়ির সিট বেল্ট উদ্ভাবন করে। কিন্তু নিরাপত্তার কথা ভেবে প্যাটেন্টটি সবার জন্য উন্মুক্ত করে দেয়।
-জেনে অবাক হবেন, ছোট-বড় মিলিয়ে প্রায় প্রত্যেকটি গাড়িতে কমপক্ষে ত্রিশ হাজার পার্টস রয়েছে।
-এক জরিপে দেখা গিয়েছে, আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে মানুষের চেয়ে গাড়ির সংখ্যাই বেশি!
-সবচেয়ে বেশি পথ পাড়ি দেওয়া গাড়িটি কত কিলোমিটার পথ চলেছে জানেন? ৪৮ লাখ কিলোমিটার!
-শব্দের চেয়ে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে রেকর্ড গড়েছেন ব্রিটিশ চালক অ্যান্ডি গ্রিন। ১৯৯৭ সালের ১৫ অক্টোবর তিনি ঘণ্টায় এক হাজার ২২৭.৯৮৫ কি.মি. তথা ৭৬৩.০৩৫ মাইল গতিতে গাড়ি চালিয়ে এই রেকর্ড গড়েন।
-২০১৭ সালে রোলস-রয়েস সুইপটেল নামের একটি গাড়ি তৈরি করে। যার মূল্য ছিল এক কোটি ৩০ লাখ ডলার। পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি হিসেবে গণ্য করা হয় এটাকে।
-আপনি জানেন কি? সারা বিশ্বে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান প্রায় ৬০ লাখ গাড়ি প্রস্তুত করে থাকে!
-১৮৯১ সালে আমেরিকার ওহিয়ো সিটিতে প্রথম গাড়ি দুর্ঘটনার ঘটনা ঘটে।
-গাড়িতে চলাচলে দুর্ঘটনায় প্রতি পাঁচ হাজারে একজন মানুষ মারা যায়। যেখানে বিমান দুর্ঘটনায় মারা যায় ১১ লাখে একজন!
-গাড়ি নিয়ে যদি চাঁদে যেতে চান, তবে আপনি অন্তত ঘণ্টায় ৬০ কি.মি. বেগে গাড়ি চালিয়ে প্রায় এক মাসের মধ্যেই চাঁদে পৌঁছতে পারবেন বলে আশা করা যায়!
ফিচার বিজ্ঞাপন
Maldives (Hulhumale & Fun Island) 3D/2N
Siem Reap Cambodia 4D/3N
Thimpu-Paro-Dochala Pass-Punakha 6D/4N
Source: collected
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৫৭ বার পড়া হয়েছে





