গাড়ির মূল অংশ ইঞ্জিন সচল ও কর্মক্ষম রাখতে নিয়মিত লুব্রিকেটিং করা প্রয়োজন। লুব্রিকেশন প্রক্রিয়ায় সঠিক ঘনত্বের তেল ব্যবহার করা জরুরি। এটি ইঞ্জিনের তাপ প্রশমিত করে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে। এ ছাড়া বর্ষার দিনে জলাবদ্ধ রাস্তা এড়িয়ে চলাই ভালো, খুব প্রয়োজন হলে গন্তব্যে পৌঁছার সঙ্গে সঙ্গে ইঞ্জিন পরিস্কার করে নেওয়া উচিত। তা না হলে ইঞ্জিনে পানি জমে অকেজো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এবার ভাবনা গাড়ির ব্রেক সিস্টেম নিয়ে। নিয়মিতভাবে গাড়ির ব্রেক সিস্টেম পরীক্ষা করা প্রয়োজন। ব্রেক ফ্লুইডের লেভেল চেক করলে বোঝা যায় ব্রেকসু বা প্যাড কী পরিমাণ ক্ষয় হচ্ছে। বছরে একবার নির্দেশিকা অনুযায়ী ব্রেক ফ্লুইড পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে কখনও মিশ্রিত ফ্লুইড ব্যবহার করা উচিত নয়।
গাড়ির উইন্ডো প্যান, সুইচ প্যানেল ইত্যাদি বৈদ্যুতিক কম্পোনেন্টগুলোর ইলেকট্রিক্যাল ওয়ারিং নিয়মিত পরিস্কার করতে হবে, যেন ধুলাবালি জমে ক্লগিং না হয়। তাছাড়া গাড়ির এসব অংশ নির্দিষ্ট মেকানিকের হাতে চেকআপ করলে সার্ভিসিংয়ের মান ঠিক থাকে।
গাড়ির হেডলাইট জ্বলছে কি-না এবং উজ্জ্বলতা কমে গিয়েছে কি-না তা নিয়মিত পরীক্ষা করা উচিত। লাইটে ভালো মানের গ্লোব ব্যবহার করতে হবে। এ ছাড়া গাড়ির ব্যাকলাইট নষ্ট হলে তা পরিবর্তন না করে রাস্তায় নামা ঝুঁকির কারণ হতে পারে।
ফিচার বিজ্ঞাপন
Manila 5D/4N
কুয়ালালামপুর-লঙ্কাউ ৫দিন ৪ রাত
কোরিয়া ভিসা প্রসেসিং (চাকুরীজীবি)
গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র যেমন গাড়ির লাইসেন্স, রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স সংক্রান্ত কাগজ ড্যাশবোর্ডের ড্রয়ারে সংরক্ষণ করা উচিত। আরও রাখা যায় বাড়তি চাকা, চাকা বদলানোর যন্ত্রপাতি ও বাড়তি ব্রেকওয়্যার। আবার বর্ষা-বাদলের দিনে প্লাস্টিকের সিটকভারও সংরক্ষণ করা যেতে পারে।
এসব ছাড়াও গাড়ি নিয়মিত পরিস্কার করার কোনো বিকল্প নেই। ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে গাড়ির সিট ও কার্পেট পরিস্কার করতে হবে। আর প্রতিদিন পানি দিয়ে পরিস্কার করতে হবে উইন্ডশিল্ড।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মাত্র ৩৭ লক্ষ টাকায়!১২৩০ বর্গফুটের দক্ষিণমুখি ফ্ল্যাট মা...
২৩৬ বার পড়া হয়েছে