গাড়ি আকাশে কীভাবে উড়ানো যায় তা নিয়ে স্লোভাকিয়ার একটি প্রতিষ্ঠান গত ৩০ বছর ধরে গবেষণা করে আসছে। অবশেষে তাদের ওই চেষ্টা সফল হয়েছে। ছিল গাড়ি। হয়ে গেল বিমান। যারা কল্পবিজ্ঞানের সিনেমা দেখতে অভ্যস্ত, তাদের কাছে এই ছবি হয়তো পরিচিত মনে হতে পারে। খবর এনডিটিভির।

এই যানটির ওজন ১০৯৯ কেজি। প্রায় ২০০ কেজি ওজন নিয়ে আকাশে উড়তে পারে। ২ জনের বসার মতো ব্যবস্থা করা হয়েছে। এটি গাড়ি থেকে বিমানে রূপান্তর হতে মাত্র ৩ মিনিট সময় নেয়। আর প্রায় ৯৮৪ ফুটের মতো একটি রানওয়ে লাগে আকাশে উড়ে যাওয়ার জন্য।

স্লোভাকিয়ার ‘ক্লিন ভিশন’ কোম্পানি এই যানটির নাম দিয়েছে ‘এয়ার কার’। এটি তৈরি করেছেন প্রফেসর স্টিফান ক্লিন। তিনি জানিয়েছেন, এমন একটি যান তৈরি করা বেশ চ্যালেঞ্জের ছিল। কারণ, যানটিকে যথেষ্ট হালকা না হলে তা আকাশে দীর্ঘক্ষণ উড়তে পারবে না।

সম্প্রতি প্রথম উড্ডয়ন সফল ভাবে সম্পন্ন করেছে এই বিস্ময় যানটি। প্রথম উড়ানে এয়ারকার আকাশে প্রায় ১৫০০ ফুট পথ অতিক্রম করে। বেশ কয়েকটি অ্যাঙ্গল থেকে এয়ারকারের এই প্রথম উড্ডয়নকে ক্যামেরাবন্দি করা হয়। সেখানে দেখা যাচ্ছে, কীভাবে একটি স্পোর্টস কারের মতো দেখতে যান ধীরে ধীরে ডানা মেলে বিমানে রূপান্তরিত হয়ে গেল। তারপর সেটি মাটি ছেড়ে আকাশে ভেসে যাচ্ছে।

ফিচার বিজ্ঞাপন

দুবাই ও মিশর ৭দিন ৬ রাত

মূল্য: ৩৯,৯০০ টাকা

Vietnam & Cambodia 9D/8N

মূল্য: 75,900 Taka

বোয়িং এক্সপার্ট ডক্টর ব্র্যাঙ্কো সার দাবি করেছেন, এয়ারকার আগামী দিনে পরিবহনের ক্ষেত্রে সঠিক সমাধান হতে চলেছে। স্লোভাকিয়ান সংস্থাটি জানায়, আগামী ৬ মাসের মধ্যে তারা এয়ারকার বাজারে আনার লক্ষ্য নিয়েছে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩৯২ বার পড়া হয়েছে