যেকোন মানুষের জন্যেই যানবাহন অতীব দরকারি জিনিষ। জীবনের ব্যস্ত শিডিউলের মধ্যে অনেকটা সময়ই যাত্রাপথে ব্যয় হয়ে যায়। আর একারণেই নিজের গাড়ি থাকার প্রয়োজনীয়তা মাথা চাড়া দেয়। তবে সবার কিন্তু সামর্থ নেই গাড়ি কেনার, আবার অনেকের মাসিক বাজেটে কুলিয়ে উঠতে পারেন না গাড়ি কিনতে গেলে। তাই এক্ষেত্রে গাড়ি কেনার লোন গ্রহণ করা হতে পারে উপযুক্ত সমাধান। তবে যেকোন লোনের সাথে সাথেই কিছু নির্দিষ্ট দায়িত্ব যোগ নয়, গাড়ি লোনও তার ব্যতিক্রম নয়, তাই গাড়ি লোন নেয়ার আগে সতর্ক হতে পারে। যদি আপনি গাড়ি লোন নেয়ার কথা ভাবছেন, তবে আপনার জন্যে রইলো কিছু পরামর্শ যা আসলেই আপনার কাজে লাগবে।
হুটহাট সিদ্ধান্ত না নেওয়া
অনেকেই একটা ভুল করে থাকে, প্রথমে যা দেখে সেটাই গ্রহণ করবে বলে ঠিক করে ফেলে। ব্যপারটা এমন হওয়া উচিৎ নয় মোটেই। কোন লোন চুক্তি আপনার জন্যে উপযুক্ত সেটা যাচাই করতে হবে। সময় নিন, যাচাই বাছাই করে দেখুন কোন ব্যাংকের চুক্তি আপনার জন্যে উপযুক্ত হয়। অবসরে এসব বিষয়ের তুলনা করার ওয়েবসাইট যেমন Smartkompare আপনার জন্যে আশীর্বাদ স্বরূপ হতে পারে।
গাড়ির জন্যে ভিন্ন ভিন্ন লোনের মধ্যে তুলনা করুন
আপনি হয়ত জেনে অবাক হবেন, কেবল গাড়ির জন্যেই আজকাল বিভিন্ন ধরণের লোন দেয়া হয়ে থাকে। এই গাড়ি লোনগুলি, লোনের মেয়াদকাল এবং লোনের পরিমাণের উপর নির্ভর করে আলাদা হতে পারে। এছাড়াও কিছু অর্থনৈতিক প্রতিষ্ঠান সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্টের সাথেও লোন দিয়ে থাকে। এমন একটা বেছে নিন যা সবচেয়ে ভালোভাবে আপনার চাহিদা পুরন করে।
নিজের আর্থিক অবস্থা বিবেচনা করুন
প্রায়শই দেখা যায় অনেক মানুষ বিপুল পরিমাণ ঋণের বোঝায় দেবে যায় যে পরে আর তা শোধ করতে পারে না। তবে এই ঝুঁকি এড়ানো যায় যদি লোন নেয়ার আগে খুব সতর্কভাবে আপনার অর্থনৈতিক অবস্থা এবং লোন নেয়ার ক্ষমতা বিবেচনা করে নিন। মোদ্দা কথা হচ্ছে এমন লোন নিতে হবে যে লোন আপনি সময়মত পরিশোধ করতে পারেন। ঠিক সেই কারণে, আপনাকে নিজের আয় এবং ব্যয় সম্পর্কে খুবই পরিষ্কার ধারণা রাখতে হবে। কেবল নির্ভরযোগ্য এবং নির্দিষ্ট পরিমাণ আয়ের উপর নির্ভর করুন। যে খাত থেকে আয় নির্দিষ্ট না এবং নির্ভরযোগ্য না, সেগুলো বিবেচনা করার কোন প্রয়োজন নেই।
কম সুদ হারের লোনটি বেছে নিন
কম সুদ হারের গাড়ি লোন খুঁজে বের করা আদতেই গুরুত্বপূর্ণ। এর ফলে আপনি সহজেই লোন এবং সুদ পরিশোধ করতে পারবেন। সাধারণত যে কোন ধরণের লোনেই উচ্চ সুদ হারের লোন গ্রহন করতে নিরুৎসাহিত করা হয়। অন্যান্য দিক দিয়ে হয়ত অধিক সুবিধাজনক মনে হতে পারে, কিন্তু সুদ হার বেশী হলে ওই লোন চুক্তি এড়িয়ে চলুন। আপনাকে বিবেচনা করতে হবে, বাড়তি সুদ হারের ফলে যে সুবিধা সমূহ পাচ্ছেন তা আদৌ দরকারী কিনা।
ফিচার বিজ্ঞাপন
শ্রীলংকা ভিসা (বিজনেসম্যান)
কালিজিরার তেল
Hanoi, Halong, Halong Bay Cruise 5D/4N
সর্বদা শর্ত ও নিয়মাবলী দেখে নিন
সব লোন চুক্তির সাথেই লেজুড় হিসেবে থাকে একগাদা শর্ত এবং নিয়ম। লোন চুক্তিতে স্বাক্ষর করার আগে এই শর্ত ও নিয়মের প্রত্যেকটি বোঝা একজন লোনগ্রহীতার জন্য অবশ্য কর্তব্য। মনে রাখতে হবে প্রায়শই দেখা যায় কিছু ক্ষেত্রে বাড়তি ফি এবং জরিমানা যুক্ত করা থাকে শর্ত এবং নিয়মের ভিতর। তাই দেখুন যে প্রতিষ্ঠান থেকে লোন গ্রহণ করছেন, তাদেরও এমন লুক্কায়িত শর্ত আছে কিনা এবং সেগুলো মেনে চলতে আপনি ইচ্ছুক কিনা।
গাড়ি বিক্রেতা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর মাঝে সাধারণত চুক্তি থাকে
বিশেষ কিছু ক্ষেত্রে আপনাকে খুব বেশী খোঁজ নাও করা লাগতে পারে। ব্যপারটা কেমন, তবে? কিছু কিছু গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানের জানাশোনা বা নিজস্ব চুক্তি থাকে অন্যসব লোন প্রদানকারি প্রতিষ্ঠানের সাথে। ব্যপারটার ভালো দিক হচ্ছে মাঝে মাঝে দেখা যায় এই প্রতিষ্ঠানগুলো যৌথ ভাবে কিছু অফার প্রদান করে থাকে। আপনি চাইলে এই সুবিধা গুলো নিতে পারেন। তবে মনে রাখতে হবে, সর্বদাই যে এই চুক্তিগুলো আপনার কাজে আসবে তা কিন্তু নয়। সাধু সাবধান!
source: smartkompare
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৩৮৯ বার পড়া হয়েছে





