নতুন দুই ফ্লাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে গুগল। গত আগস্টে পিক্সেল ৪এ উন্মোচনের সময় সময়ই গুগল জানায়, অক্টোবর আসবে আরও দুটি ফোন। সে অনুযায়ী পিক্সেল ৫ এবং পিক্সেল ৪এ’র ৫জি সংস্করণের ঘোষণা দিলো টেক জায়ান্ট কোম্পানিটি।
পিক্সেল ৫ ফোনের স্ক্রিনের চারপাশে পাতলা বেজেল রয়েছে এবং ফ্রন্ট ক্যামেরা স্ক্রিনের মধ্যে পাঞ্চহোল হিসেবে রাখা হয়েছে। প্রতাশ্যা অনুযায়ী, এতে ৫জি কানেক্টটিভিটি এবং ৮ জিবি র্যাম রয়েছে।
পিক্সেল ৫ ফোনে থাকছে ৬ ইঞ্চি স্ক্রিনের ফুল এইচডি ডিসপ্লে, যার ২৩৪০ বাই ১০৮০ পিক্সেল। রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফোনটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৭৬৫জি। ইন্টারনাল স্টোরেজ ১২৮ জিবি, তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ নেই। দীর্ঘব্যাটারি ব্যাকআপ নিশ্চিতে রয়েছে ৪০৮০এমএএইচ ব্যাটারি। দ্রুত চার্জের জন্য ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। এছাড়াও ওয়্যারলেস চার্জিং এবং রিভার্স চার্জিং সুবিধা। অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম চালিত এই ফোনে দুর্দান্ত ছবি তোলার জন্য রয়েছে ১২.২ মেগাপিক্সেলের প্রাইমারি ও ১৬ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের ডুয়াল রিয়ার ক্যামেরা। সেলফির জন্য রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটির দাম ধরা হয়েছে ৬৯৯ ডলার।
অন্যদিকে গত আগস্টে বাজারে আসা পিক্সেল ৪ ফোনের নতুন ৫জি ভার্সনে ৫জি ব্যতীত বাকিসব ফিচার একই থাকছে। ৫জি ভার্সনটির দাম পড়বে ৪৯৯ ডলার।
ফিচার বিজ্ঞাপন
Kandy, Nuwara Eliya & Colombo 5D/4N
Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N
Australia Visa (for Govt Service Holder)
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়ায় গুগলের নতুন ফোন দুটির প্রি-অর্ডার শুরু হয়েছে। গুগল ওয়েব স্টোর থেকে প্রি-অর্ডার করা যাবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২২১ বার পড়া হয়েছে