হোল্ডিং ট্যাক্সের (গৃহকর) ওপর ১০ শতাংশ রেয়াত সুবিধা এবং সারচার্জবিহীন ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সিটি করপোরেশনের পক্ষ থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বকেয়াসহ ২০২০-২১ অর্থবছরের চার কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করা হলে মোট কিস্তির ওপর ১০ শতাংশ রেয়াতের সময়সীমা এবং সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে ডিএনসিসি।
বর্ধিত সময়ের মধ্যে বকেয়াসহ চলতি অর্থবছরের চার কিস্তির হোল্ডিং ট্যাক্স একত্রে পরিশোধ করে করদাতারা চার কিস্তির ওপর ১০ শতাংশ হার রেয়াতের সুযোগ নিতে পারেন। সেই সঙ্গে ব্যবসায়ীরাও এই সময়ের সাচার্জ ছাড়াই ট্রেড লাইসেন্স করতে পারবেন।
ফিচার বিজ্ঞাপন
Vietnam & Cambodia 9D/8N
তুরস্ক ভিসা (বিজনেসম্যান)
মালাওয়শিয়া ও ইন্দোনেশিয়া ৭দিন ৬রাত
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
২২১ বার পড়া হয়েছে