গ্রামীণফোনের স্টার গ্রাহকদের জন্য বিমান টিকেট ক্রয়ে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার দিতে গো জায়ানের সাথে চুক্তি করেছে প্রতিষ্ঠান। বিশেষ এ অফারটি এ বছরের অক্টোবর মাস থেকে কার্যকর হবে। গো জায়ান আইএটিএ নিবন্ধিত অনলাইন ট্রাভেল এজেন্সি যা গ্রাহকদের অনলাইনে ওয়ান-স্টপ ট্রাভেল সল্যুশন প্রদান করে।
জিপি স্টারদের জন্য গো জায়ান ও গ্রামীণফোনের এ অফারটি আগামী ১ অক্টোবর থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত চলবে। জিপি স্টার গ্রাহকরা আগামী ৬ মাসে গো জায়ান থেকে আন্তর্জাতিক বিমানের টিকেট ক্রয়ে সর্বমোট ২২ হাজার টাকা ডিসকাউন্ট নিতে পারবেন। এক্ষেত্রে, প্রতিবার টিকেট ক্রয়েই ডিসকাউন্টের পরিমাণ বাড়তে থাকবে। আকর্ষণীয় এ অফার নেয়া যাবে শুধুমাত্র www.gozayaan.com/gpstar -এ ওয়েবসাইট থেকে।
জিপি স্টারদের বিশেষ ডিসকাউন্টে অনলাইন টিকেট বুকিং সুবিধায় গ্রামীণফোনের ও গো জায়ানের মধ্যে গত ২৭ সেপ্টেম্বর ২০১৮ এ জিপি হাউজে চুক্তি স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন গ্রামীণফোন লিমিটেডের বিপণন বিভাগের অধীনে হেড অব কাস্টমার ভ্যালু ম্যানেজমেন্ট এ.ই.এম. সাইদুর রহমান এবং গো জায়ানের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী রিদওয়ান হাফিজ। এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রতিষ্ঠান দু’টির অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
ফিচার বিজ্ঞাপন
Ho chi minh -Hanoi – Halong Cruise 5D/4N
Singapore Tour with Universal Studio 4D/3N
১৬ আনি মুন্সীগঞ্জ প্রাইভেট ডে লং ট্যুর
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৩৩ বার পড়া হয়েছে