আগামী ০১ জুলাই থেকে গৌহাটি-ঢাকা রুটে প্রতিদিন উড়বে ভারতের বেসরকারি উড়োজাহাজ সংস্থা স্পাইস জেটের প্লেন। ফলে এটিই হবে এ রুটে চলাচলকারী প্রথম কোনো যাত্রীবাহী প্লেন।
এয়ারলাইন্সটির বাংলাদেশে জেনারেল সেলস এজেন্টের দায়িত্ব পেয়েছে স্কাই জেট এভিয়েশন লিমিটেড। এ ফ্লাইট চালু হলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের ৭টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের পর্যটন ও ব্যবসা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
স্কাই জেট এভিয়েশনের কর্মকর্তারা বলছেন, সপ্তাহের প্রতিদিন গৌহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতীয় সময় বেলা ১১টা ৫৫ মিনিটে এসজি ৭৮ ফ্লাইটটি ছেড়ে বাংলাদেশ সময় ১টা ২০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
আবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এসজি ৭৯ ফ্লাইটটি দুপুর ২টা ১০ মিনিটে ছেড়ে ভারতীয় সময় ২টা ৩৫ মিনিটে গিয়ে গৌহাটি বিমানবন্দরে পৌঁছাবে।
ফিচার বিজ্ঞাপন
বাউন্ডারি ও রেজিষ্ট্রেশন করে নিজের প্লট বুঝে নিন
Dubai City tour- Dhow cruise- Desert safari- Burj Khalifa 6D/5N
Kathmandu-Nagarkot 4D/3N
এ রুটে সবধরনের ট্যাক্সসহ রিটার্ন ভাড়া ধরা হয়েছে ৯ হাজার ৬২৬ টাকা। ঢাকা থেকে গৌহাটি ওয়ানওয়ের ভাড়া ধরা হয়েছে ৫ হাজার ৪৬৪ টাকা। আবার গৌহাটি থেকে ঢাকার ওয়ানওয়ের ভাড়া ধরা হয়েছে ৪ হাজার ১৬২ টাকা।
স্পাইস জেটের এ দেশীয় এজেন্ট স্কাই জেট এভিয়েশনের কর্মকর্তারা জানান, এ রুটে যাত্রীদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। অনেকে বুকিং দিয়েছেন। উদ্বোধনী ফ্লাইটের সবকটি আসনে যাত্রী পূর্ণ থাকবে বলে আশা করছেন তারা।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
Online Shopping BD (Facebook Live)৮৬৬ বার পড়া হয়েছে