পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ সময় উভয় ঘাটে শত শত যানবাহন পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে। রোববার রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে ওই রুটে ফেরি চলাচল বন্ধ করা হয়। এদিকে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে ছোট-বড় চারটি ফেরি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুস সালাম ও দৌলতদিয়া ঘাটের শাখা ব্যবস্থাপক আবু আবদুল্লাহ রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার রাত ১২টা থেকে ঘন কুয়াশার তীব্রতা এতটাই প্রকোপ ছিল যে, কাছের নিকটতম বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে এই রুটের সব ধরনের ফেরি দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে বন্ধ রাখা হয়েছে।
তিনি ফেরির মাস্টারদের উদ্ধৃতি দিয়ে জানান, কুয়াশার মাত্রা এতটাই বেশি ছিল যে, কাছের দৃষ্টি সীমানার বস্তুটিও দেখা সম্ভব ছিল না। যে কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা নিয়ন্ত্রণের মধ্যে আসার পর ফেরি পুনরায় চালু করা হবে।
ফিচার বিজ্ঞাপন
Kandy- Negombo & Colombo 5D/4N
মালয়শিয়া-সিঙ্গাপুর-থাইল্যান্ড-ইন্দোনেশিয়া ৯দিন ৮ রাত
ব্রুনাই ভিসা
বিআইডব্লিউটিসি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানালেন, পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে ফেরি পারের অপেক্ষায় কয়েকশ যাত্রীবাহী বাস এবং ৬ শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষমাণ রয়েছে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
কুইক সেল অফার
শক্তিশালী ইলেকট্রিক গ্রাইন্ডারের দাম জেনে নিন৩৮৬ বার পড়া হয়েছে





