ঘর সাজাতে আমরা কতকিছুই না করে থাকি! সতেজ ও পরিপাটি একটি  বাড়ি হয়ে উঠতে পাররে সময় কাটানোর ভালো জায়গা। কিন্তু বাড়ির সাজসজ্জায় আমরা কিছু কমন ভুল করে থাকি, এতে পুরো সাজ বেমানান হয়ে যায়। অতিরঞ্জিত কোনো কিছু হিতে বিপরীত হয়ে যায়। তবে কেউই বিশেষজ্ঞ হয়ে জন্মগ্রহণ করে না, এজন্য ভুল করা মানুষের স্বাভাবিক ধর্ম। প্রচুর প্রযুক্তিগত জ্ঞান ছাড়াই আপনি আপনার বাড়ি মনোরম করে তুলতে পারেন। যা-ই হোক, বাড়ি সাজানোর ক্ষেত্রে কিছু ভুল প্রায়ই ঘটে। আমাদের আজকের আয়োজন বাড়ির সাজসজ্জায় সাধারণ কিছু ভুল নিয়ে। যেগুলো আপনি সহজেই এড়িয়ে চলতে পারবেন

প্রবেশদ্বার উপেক্ষা

বাড়ির প্রবেশদ্বার আপনার চিন্তার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ। এটি অতিথিদের স্বাগত জানানোর স্থান। অতিথিরা এসে বাড়ির প্রথম যে স্থানটি দেখবে, সেটি হলো প্রবেশদ্বার। এটি দেখেই পুরো বাড়ি সম্পর্কে তাদের মনে একটি ধারণা তৈরি হবে। কিন্তু বেশির ভাগ মানুষ তাদের বাড়ির প্রবেশদ্বারের সাজসজ্জা উপেক্ষা করেন। এটি আপনি কখনই করবেন না। সাজসজ্জার সঙ্গে সেখানে একটি স্মরণীয় বিবৃতি দিয়ে দিন। এতে প্রবেশদ্বার আপনার পুরো বাড়ির ঐতিহ্য তুলে ধরবে।

খুব বেশি আনুষ্ঠানিকতা নয়

বসার ঘরের সাজসজ্জায় অনেকে খুব বেশি আনুষ্ঠানিকতা করে থাকেন। আসলে বসার ঘরটি আনুষ্ঠানিক নয়, বরং সেটি আরামদায়ক ও আকর্ষণীয় হওয়ার কথা। ঘরের আকার, জিনিসপত্রের বিন্যাস ও রঙ ঘরটিকে ভারসাম্যপূর্ণ করে রাখতে পারে, এমন আসবাব ও অনুষঙ্গ বাছাই করে ঘরটি সাজানোর চেষ্টা করুন। তাহলে সেটি মার্জিত ও স্বাগত জানানোর সেরা স্থান হয়ে উঠবে।

সবকিছু ম্যাচিং করা

যদিও আপনি ঘরের সবকিছু ম্যাচিং করে সাজাতে প্রলুব্ধ হতে পারেন। তবে সবকিছু ম্যাচিং করা থেকে বিরত থাকুন। ভারসাম্যপূর্ণ সজ্জার সঙ্গে বিপরীতার্থক জিনিসপত্রও অন্তর্ভুক্ত করুন। বিভিন্ন বৈশিষ্ট্য, আকার, রঙ, টেক্সচার ও উপকরণ খুব স্বস্তিদায়ক অনুভূতি তৈরি করে।

খুব প্রাকৃতিক থাকা

ফিচার বিজ্ঞাপন

Email Marketing

মূল্য: ১৫,০০০ টাকা

Canada Visa for Businessman

মূল্য: 10,000 Taka

Water Lodge

মূল্য: ১২,৫০০ টাকা / রাত

প্রাকৃতিক রঙ সবসময়ই জনপ্রিয়। যখন আপনি ঘরের দেয়ালগুলো বেশি প্রাধান্য দিতে চান এবং আপনার আসবাব মনোযোগের কেন্দ্রবিন্দুতে রাখতে চান, তবে প্রাকৃতিক রঙ সেরা পছন্দ। এজন্য দেয়াল থেকে শুরু করে ঘরের আসবাবপত্র পর্যন্ত পুরো ঘরকে প্রাকৃতিক রঙে রাঙানো দুর্দান্ত বিকল্প নয়। এর পাশাপাশি নানা রঙের স্পর্শ যুক্ত করলে আপনার ঘরে অনন্য এক অনুভূতি তৈরি হবে।

জানালা বাদ দেয়া

কখনো কি খেয়াল করেছেন, আপনি যখন হঠাৎ করে শোয়ার ঘরে পর্দা ঝুলিয়ে দেন, তখন ঘরের সজ্জা কতটা বদলে যায়? ঘরের সামগ্রিক দর্শনে জানালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি যেকোনো পাশে স্থাপন করা যেতে পারে। যদিও কিছু ক্ষেত্রে জানালা বাদ দেয়াও ভালো সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়। তবে চেষ্টা করবেন, সব ঘরে অন্তত দুটি বা একটি জানালা রাখার।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



১৫৩ বার পড়া হয়েছে