ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যানবাহনের সংখ্যা বাড়ছে। গত শনিবার ও গতকাল রোববারের তুলনায় আজ সোমবার তা দ্বিগুণ হয়েছে। আজ সকাল সাতটা ও সাড়ে আটটার দিকে দুবার মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় অবস্থান করে এ চিত্র জানা গেছে।

ঈদের তিন থেকে চার দিন আগে মহাসড়কে উত্তরাঞ্চলগামী যে পরিমাণ ট্রাক, পিকআপ, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল চলাচল করেছে, আজ সে তুলনায় ঢাকামুখী যানবাহনের চাপ বেশি। এর মধ্যে মহাসড়কে দূরপাল্লার বাসসহ উভয়মুখী বাস চলাচলও বাড়ছে। তবে মানুষ মোটরসাইকেলে করে গন্তব্যে বেশি যাচ্ছে।

সকাল সাতটার দিকে মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানি এলাকায় ১৫ মিনিট অবস্থান করে দেখা যায়, গড়ে প্রতি মিনিটে মোটরসাইকেলসহ পাঁচ থেকে সাতটি যানবাহন চলছে। বাসের সংখ্যা গড়ে প্রতি মিনিটে একটি ছিল।

সাড়ে আটটার দিকে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা প্রায় ৪০ মিনিট ঘুরে দেখা গেছে, গড়ে প্রতি মিনিটে বিভিন্ন ধরনের প্রায় ১৫টি যানবাহন চলছে। আর দূরপাল্লার বাসের চলাচল প্রতি মিনিটে দু-তিনটি। এর মধ্যে ঢাকা শহরের চলাচলকারী মোহনা পরিবহনসহ কয়েকটি বাস ছিল।

রংপুরগামী ডিকে এন্টারপ্রাইজের চালক মো. সিরাজুল ইসলাম মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। তাঁকে প্রশ্ন করা হয়, দূরপাল্লার বাস চলাচল নিষেধ। আপনি কীভাবে বাস চালাচ্ছেন? এর উত্তরে তিনি বলেন, ‘পুলিশ ছাইরা দিছে। আর বাস চালিয়া কী হইবো। যাত্রী নাই। ইনকাম নাই।’

গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে হাইএইচ মাইক্রোবাসে ১১ হাজার ৫০০ টাকা ভাড়ায় গাজীপুরের চন্দ্রা পর্যন্ত যাত্রী নিয়ে এসেছিলেন চালক শাহ আলম মিয়া। একই স্থানে তিনিও যাত্রী তুলছিলেন। তিনি বলেন, ‘কয়েক দিন পর একটা ট্রিপ মারছি। রাতে এসেছিলাম। এখন ফিরছি। ফেরার পথে কিছু টাকার জন্য যাত্রী খুঁজছি।’

ফিচার বিজ্ঞাপন

দুবাই ও মিশর ৭দিন ৬ রাত

মূল্য: ৩৯,৯০০ টাকা

Maldives (Paradise Island-Beach Vila & Hulhumale) 3D/2N

মূল্য: ৩২,৯০০ টাকা

টাঙ্গাইলের গোপালপুর থেকে ঢাকার মধ্যে চলাচলকারী দ্রুতগামী পরিবহনের চালক আবদুস সামাদ বলেন, ‘আমাগো চন্দ্রার ওপার যাইতে দেয় না। জেলার বাস চালাই। জেলার যাত্রী নাই। তেলের খরচই ওঠে না। আমরা চলুম ক্যামনে। পরিবারের লোকজন চালামো কী কইরা। ঈদ গ্যালো দুই দিন। তাও যাত্রী পাই না।’

স্থানীয় শ্রমিক রিপন মিয়া জানান, মহাসড়কে যানবাহনের সংখ্যা গত দুদিনের চেয়ে বেশি। যাত্রীও বাড়বে। তবে একটু সময় লাগবে।

মির্জাপুর ট্রাফিক পুলিশের উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ বলেন, ‘মহাসড়কে আমরা কাজ শুরু করেছি। জেলার বাস চলাচল করছে। দূরপাল্লার বাস খুব একটা চলছে না। রাস্তায় যানবাহন কিছুটা বাড়ছে।’

Source: Prothomalo

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনুন

অবিশ্বাস্য দামে ব্রান্ডের ঘড়ির কিনু...



১৯৩ বার পড়া হয়েছে