আগামী সপ্তাহে ভারতে লঞ্চ হবে Maruti Suzuki S-Presso। 30 সেপ্টেম্বর ভারতে নতুন এন্ট্রি লেভেল সেগমেন্টের গাড়ি লঞ্চ করবে Maruti Suzuki। এবার নতুন S-Presso গাড়ির স্কেচ প্রকাশ করল কোম্পানি। ভারতে Renault Kwid আর Hyundai Santro এর মতো এন্ট্রি লেভেল গাড়িগুলির সাথে প্রতিযোগিতায় উৎসবের মরশুমের আগে লঞ্চ হচ্ছে Maruti Suzuki S-Presso।

এখনও S-Presso গাড়ির বাণিজ্যিক ভার্সানের ছবি সামনে না এলেও সম্প্রতি এই গাড়ির একটি স্কেচ প্রকাশ করেছে Maruri Suzuki। এছাড়াও এই গাড়ির বিভিন্ন ভেরিয়েন্ট সম্পর্কে একাধিক তথ্য সামনে এল। এসইউভি গাড়ির ডিজাইনে অনুপ্রানিত S-Presso মোট চারটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই ভেরিয়েন্টগুলি হল S-Presso STD, LXi, VXi আর VXi+।

স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে দরজায় থাকবে কালো হ্যান্ডেল, বাম্পার, ড্রাইভারের দিকে এয়ারব্যাগ, এবিএস, রিয়ার পার্কিং সেন্সর, সিটবেল্ট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট আর ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। LXi ভেরিয়েন্টে থাকছে পাওয়ার স্টিয়ারিং, VXi ভেরিয়েন্টে থাকছে সেন্ট্রাল লকিং, কি লেস এন্ট্রি, কোম্পানির স্মার্টপ্লে ডক অডিও সিস্টেম, ব্লুটুথ কানেক্টিভিটি, সামনে পাওয়ার উইন্ডোয়ার বডি কালার বাম্পার।

টপ রেঞ্জ VXi+ ভেরিয়েন্টে থাকছে প্যাসেঞ্জার সাইড এয়ারব্যাগ, 7 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, সেখানে SmartPlay Studio, Android Auto আর Apple CarPlay সাপোর্ট থাকছে। এর সাথে টপ ভেরিয়েন্টে থাকছে ভয়েস রিকগনিশন, ব্লুটুথ কানেক্টিভিটি সহ একাধিক ফিচার। এছাড়াও S-Presso VXi+ ভেরিয়েন্টের স্টিয়ারিং এ থাকছে বিভিন্ন কন্ট্রোল, রিয়ার পার্সেল ট্রে, বড কালার ওআরভিএম আর ডোর হ্যান্ডেল আর 12 ভোল্ড অ্যাকসেসারি সকেট। তবে দাম কম রাখতে S-Presso গাড়ির কোন ভেরিয়েন্টেই অ্যালয় হুইল থাকছে না।

ফিচার বিজ্ঞাপন

Moscow, Novosibirsk & Irkutsk 7D/6N

মূল্য: 147,000 Taka

Dubai (City Tour) 4D/3N

মূল্য: 12,900 Taka

Maruti Suzuki S-Presso গাড়িতে থাকবে একটি 1 লিটার K সিরিজ পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিনে সর্বোচ্চ 67 bhp শক্তি আর 90 Nm টর্ক পাওয়া যাবে। এক লিটার পেট্রলে 24-25 কিমি যেতে পারবে এই গাড়ি। Maruti Suzuki Alto K10 গাড়িতেও একই ধরনের মাইলেজ পাওয়া যায়। 3.5 লক্ষ টাকা আশেপাশে ভারতে Maruti Suzuki S-Presso এর এক্স শোরুম দাম শুরু হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৫৫০ বার পড়া হয়েছে