বর্ণিল সুতোয় গাঁথা জীবনের বয়ান নাম তার চলনবিল। চলনবিল যার নাম শুনলেই সুবিশাল জলরাশির উথাল পাতাল ঢেউ। চোখে ভাসে দিগন্ত রেখায় সবুজের আল্পনা আঁকা অফুরন্ত সৌন্দর্য। চলনের রুপ সর্বোচ্চ বর্ষায়।

ঋতুচক্রের পালাবদলে, এক এক ঋতুতে এক এক রুপে আসে চলনবিল। বর্ষায় সমুদ্রের মতো সুবিশাল জলরাশি বুকে নিয়ে ভয়ংকর রুপ ধারণা করে এ বিল। শরৎ এ বিলের জলরাশি হয়ে ওঠে শান্ত ও স্থির।

চলনবিলের সৌন্দর্যের পাশাপাশি দেখা মেলে দেশের বড় গ্রামগুলোর অন্যতম ‘কলম গ্রাম’। এই কলম গ্রাম নাটোরের সিংড়া উপজেলার ৪ নম্বর কলম ইউনিয়নে পড়েছে। মূলত কলম গ্রামের নাম থেকেই ইউনিয়নের নামকরণ করা হয়েছে। কলম গ্রামের নামকরণের পিছনে কথিত আছে, এই স্থানে এক রাজা ভ্রমণে এসে কলম হারিয়ে যায়। সেখান থেকেই নাম হয় কলম গ্রাম।

বিশাল এই বিলকে কেন চলনবিল নামে ডাকা হয়, এর সঠিক উত্তর মেলেনি আজও। কথিত আছে, দুই হাজার বছর আগেও চলনবিল নামের অস্তিত্ব ছিলো নাহ। তখন এই অঞ্চল ছিলো সমুদ্রগর্ভে। কালের বিবর্তনে সমুদ্র সরে যায় আরো দক্ষিণে। সমুদ্র সরে যাওয়ার পর তার স্মৃতি ধরে রেখেছে চলনবিল। অন্যান্য বিলের মতো এই বিল স্থির নয়, হইতো নদীর মতো এতে স্রোত ছিলো বলেই এর নাম হয়েছিলো চলনবিল।

ফিচার বিজ্ঞাপন

Manila & Angeles City 5D/4N

মূল্য: 55,900 Taka

Maldives (Centara Ras Fushi Resort & Spa) 3D/2N

মূল্য: ৫৯,৯০০ টাকা

চলনবিলের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুদের বর্ষা মৌসুমে আগমন ঘটে। দেশি দর্শনার্থীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি পর্যটকদেরও চোখের তৃষ্ণাকে এ বিল করেছে পরিপূর্ণ।

এখানে আগত পর্যটকদের অনেকেই আসার কারণ হিসেবে উল্লেখ করেন, বিশুদ্ধ বাতাস এবং অপার সৌন্দর্য উপভোগ ,বর্ষা মৌসুমে নৌকা ভ্রমণ, জলকে জয় করে গ্রামীণ মানুষের সংগ্রামী জীবনযাপন, জেলেদের ডিঙি নৌকা নিয়ে মাছ ধরার দৃশ্য, পরিবারের সঙ্গে বনভোজন করতে পারা, অনেক প্রজাতির পাখি দেখার সুযোগ এবং দেশিয় মাছ খাওয়ার সুযোগ।

Source
শিক্ষার্থী, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩২৪ বার পড়া হয়েছে