পূর্ণ সময়ের চাকরির পাশাপাশি ব্যবসা করে কিছু বাড়তি আয় করতে পারলে মন্দ কী? আর তা যদি করা যায় ঘরের আরামে বসেই, তাহলে তো কথাই নেই। চাকরির নিশ্চয়তাও রইল আবার খানিক বাড়তি টাকাও ঘরে এলো।
চাকরির পাশাপাশি কী কী ব্যবসা করা যায়? আসুন জেনে নিই এমনই কয়েকটি ব্যবসার আইডিয়া, যা শুরু করা যায় নাম মাত্র বিনিয়োগে এবং পূর্ণ সময়ের চাকরির দায়িত্ব কোনও ভাবে অবহেলা না করেই এগিয়ে নিয়ে যাওয়া যায় সুচারুভাবে।
১. এয়ারবিএনবি-এর মাধ্যমে ঘর ভাড়া দেওয়া

বর্তমানে টাকা রোজগারের একটি সহজ উপায় এয়ারবিএনবি-র মাধ্যমে ঘর ভাড়া দেওয়া। আপনার বাড়িতে যদি অতিরিক্ত শোয়ার ঘর থাকে তাহলে সহজেই সেই ঘর ভাড়া দিয়ে মাসে ভাল রকম রোজগার হতে পারে। এমনকি বাইরের বসার ঘরটিকেও খানিক অদলবদল ঘটিয়ে ভাড়া দিতে পারেন। এক্ষেত্রে আপনার বাড়িতেই থাকবেন অতিথি ফলে একেবারে আলাদা কোনও পরিকাঠামোর প্রয়োজন নেই, আবার টাকার লেনদেন যেহেতু হবে এয়ারবিএনবি-র মাধ্যমে ফলে টাকার নিশ্চয়তা নিয়েও ভাবতে হবে না।
তবে আপাতভাবে একদমই বিনা পরিশ্রমে আয় মনে হলেও তা কিন্তু নয়। যে সময়ে অতিথি থাকবে সেই সময়টাতে তাঁর যাবতীয় প্রয়োজনীয়তার খেয়াল রাখতে হবে আপনাকে, দিতে হবে দরকারি পরিষেবা। পাশাপাশিই ঘরের পরিচ্ছন্নতার দিকেও নজর দিতে হবে।
তবে বছরের কোন সময়ে আপনি ভাড়া দিতে চান সেই নিয়ন্ত্রণও আপনারই থাকবে, ফলে নিজের সুবিধে মতো সময়ে ভাড়া দিতে পারেন। বাড়ির এলাকার ওপর অনেকটাই নির্ভর করে অতিথি পাওয়ার হার।
ফিচার বিজ্ঞাপন
জাপান ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
Email Marketing
নির্ভেজাল ও নিস্কন্টক প্লটে বিনিয়োগের নিশ্চয়তা
এয়ারবিএনবি-তে ভাড়া দেওয়ার জন্য তাদের সাইটে গিয়ে Become a host এ ক্লিক করে নাম নথিভুক্ত করতে হবে।
২. অনলাইন কোর্স তৈরি

আপনার কোনও বিশেষ বিষয়ের ওপর যথেষ্ট দখল থাকলে অনলাইনে কোর্স তৈরি করে তা থেকে রোজগারের কথা ভাবতে পারেন। সেটি যেকোনও বিষয়েই হতে পারে। আপনার নিজের সময়ে মতো কোর্স তৈরি করে আপলোড করে দিলেই চলবে। ছাত্রছাত্রীরা সেই কোর্স কিনলেই আপনার কাছে টাকা চলে আসবে।
UDEMY, Lynda – এর মতো প্ল্যাটফর্মের সাহায্যে এই ব্যবসা করতে পারেন। এক্ষেত্রে আপনার কোর্সের কনটেন্ট ও উপস্থাপনা উচ্চমানের হওয়া জরুরি। তাহলেই ছাত্রছাত্রীরা আপনার কোর্স কিনতে উৎসাহী হবে। ভাল মানের কোর্স তৈরি করতে পারলে চাকরির পাশাপাশি ব্যবসা করে ভাল আয় হবে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
৩৬৯ বার পড়া হয়েছে