আমদানি করা চাল দেশে আসলেও এখনো খুচরা বাজারে আসেনি। আমদানি শুরু হলে গত সপ্তাহে চালের দাম কেজিপ্রতি ২-৩ টাকা কমলেও এ সপ্তাহে কমেনি। বরং ২-৩ টাকা বেড়েছে। অপরদিকে পেঁয়াজ ও আলুসহ সব ধরনের সবজির দামই কমেছে। জানা গেছে, গত ১৪ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে দেশে এসেছে ৬ হাজার টন চাল।  বেসরকারিভাবে যারা চাল আমদানির অনুমতি পেয়েছেন তাদের শর্ত দেওয়া হয়েছে, আমদানির অনুমতিপত্র অনুমোদনের সাত দিনের মধ্যে ঋণপত্র (এলসি) খুলে ক্যাটাগরি অনুযায়ী ১৫ থেকে ৩০ দিনের মধ্যে চাল বাজারে সরবরাহ করতে হবে।

সরেজমিনে দেখা গেছে, গত সপ্তাহে  প্রতি কেজি চিনিগুঁড়া চাল বিক্রি হয়েছে ৮০-৯০ টাকায়, এ সপ্তাহেও একই দামে বিক্রি হচ্ছে। বাসমতি গত সপ্তাহে বিক্রি হয়েছে ৬৬-৭০ টাকা কেজি, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৭৪ টাকায়। মিনিকেট গত সপ্তাহে ৬০-৬১ টাকা কেজি ছিল, এ সপ্তাহে দাম বেড়ে ৬২ টাকা দরে বিক্রি হচ্ছে। নাজিরশাইল গত সপ্তাহে ছিল ৫০-৬২ টাকা কেজি, এই সপ্তাহে ৫০-৬৪ টাকা দামে বিক্রি হচ্ছে। গুটিস্বর্না গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪২-৪৩ টাকা কেজি, এ সপ্তাহে ৪৩-৪৪ টাকা। পাইজাম গত সপ্তাহে ছিল ৪৪-৪৬ টাকা কেজি, এ সপ্তাহে ৪৬-৪৭ টাকা। ২৮ চাল ছিল ৪৯-৫০ টাকা, এ সপ্তাহে একই দামে বিক্রি হচ্ছে। কাটারি ভোগ এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে।

কাওরানবাজারের ব্যবসায়ী হাজী ইসমাইল অ্যান্ড সন্স এর মালিক জসিম উদ্দিন বলেন, গত সপ্তাহে ভারতের চাল আসবে আসবে ভাব ছিল তখন চালের দাম কমেছিল।  কিন্তু এ সপ্তাহে ব্যাপকভাবে চাল খুচরা বাজারে আসেনি। ফলে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে আবার ২-৩ টাকা বেড়েছে। টেস্ট হিসেবে ভারতীয় চাল কয়েক বস্তা সংগ্রহ করেছি, কিন্তু ইন্ডিয়া থেকে যে নাজিরশাইল এসেছে তা মানুষ নিতে চাচ্ছে না। তিনি বলেন, চালের বাজার স্থিতিশীল হচ্ছে না, এভাবে ব্যবসা করা যায় না। এজন্য চালের সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ ও সরকারের নজরদারি বাড়াতে হবে।

এদিকে, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে কমেছে আলু, পেঁয়াজসহ সব ধরনের সবজির দাম।  এতে স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। নতুন সাদা আলু কেজিপ্রতি ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকায়। গাজর গত সপ্তাহে বিক্রি হয়েছে কেজি ৩০-৩৫ টাকা, তবে এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৩০ টাকা। শালগম ১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আধাপাকা টমেটো কেজি প্রতি ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২০-২৫ টাকায়। মুলা ৫-১০ টাকা কমে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি, সিম বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা ও শশা বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। বাঁধাকপি ও ফুলকপি ১৫-২০ টাকা পিস। সপ্তাহের ব্যবধানে কমেছে মরিচের দাম। গত সপ্তাহে প্রতি কেজি মরিচের দাম ছিল ৮০-৮৫ টাকা কেজি, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকা। দেশি পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজিতে ৫ টাকা। নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি ৩০ টাকা দরে। বেগুন বিক্রি হচ্ছে ৩০-৩৫ কেজি দরে।

তবে সবজির আকার ও মানভেদে রাজধানীর অন্যান্য খুচরা বাজারের কেজি প্রতি ৫-১০ টাকা বেশি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। কাওরানবাজারের ব্যবসায়ী লতিফ মিয়া বলেন, সবজির দাম কখনো ঠিক থাকে না। সারা দেশ থেকে সরবরাহের উপর নির্ভর করে এর দাম। এ সপ্তাহে সব সবজিই প্রচুর এসেছে।  তাই দাম কম।

ফিচার বিজ্ঞাপন

Thimpu-Paro 4D/3N

মূল্য: ১৫,৯০০ টাকা

এদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩৫-১৪০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৪০ টাকা কেজি।  পাকিস্তানি জাতের মুরগি বিক্রি হচ্ছে ২৪০ টাকা কেজি। দেশি মুরগি আগের মতোই বিক্রি হচ্ছে ৪৫০ টাকা কেজিতে। লাল কর্ক মুরগির দাম কমেছে-  গত সপ্তাহে বিক্রি হয়েছে ২২০ টাকা কেজি, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজিতে।

Source: risingbd

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



৩৫৩ বার পড়া হয়েছে