ছাদে শুধু গাছ লাগালেও কিন্তু শুধু গাছ লাগালেই চলবে না, এগুলোর জন্য নিয়মিত পরিচর্যা বা যত্ন নেওয়ারও প্রয়োজন রয়েছে। আসুন কিছু বিষয় জানার চেষ্টা করিঃ
- এমন কোনো গাছ লাগানো উচিত নয়, যেটা ছাদের পরিবেশ নষ্ট করে। গাছ লাগানোর শুরুতেই টব বাছাই, গাছ বাছাই, নিষ্কাশন ব্যবস্থা সবদিকে খেয়াল রাখতে হবে। পরবর্তীতে যাতে সুন্দরভাবে পরিচর্যা করা যায়।
- নিয়ম করে গাছে পানি দিন। গাছে পানি দেওয়ার উত্তম সময় ভোরে অথবা সন্ধ্যায়। তবে এমন অনেক গাছ আছে যেসব গাছে পানির দরকার নেই।
- আজকাল বিভিন্ন নার্সারিতে বিভিন্ন রকমের গাছের চারার পাশাপাশি সার, কীটনাশক ইত্যাদিও পাওয়া যায়।
- ছাদে গাছ লাগানোর ক্ষেত্রে যে বিষয়টা বেশি লক্ষ রাখতে হবে তা হলো, জলছাদ হলে ভালো, যাতে করে ছাদ ড্যামেজ হয়ে না যায়।
- সব সময় আগাছা পরিষ্কার করে রাখতে হবে। ছাদে ঝোপজাতীয় গাছ লাগানো উচিত নয়।
- পোকামাকড় যেন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। পোকামাকড় হলে এবিষয়ে অভিজ্ঞ বা কৃষি বিভাগের কারও সঙ্গে কথা বলে সেই অনুযায়ী তা দমন করতে হবে।
- সবচেয়ে ভালো হয় টবগুলো একটু উচ্চতায় রেখে অথবা ইটের ওপর রেখে গাছ লাগানো গেলে। বাগান করার ক্ষেত্রে পানিনিষ্কাশনের ব্যবস্থা করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- স্থায়ী বাগানের জন্য বেড পদ্ধতিতে বাগান করার সুবিধা বেশি।
- মাটি ঘিরে ঢালু করে দিতে হবে পানির জন্য, যেন পাইপ দিয়ে পানি যেতে পারে সহজেই।
- সার প্রয়োগ করতে হবে, তবে খুব বেশি পরিমাণে নয় এবং রাসায়নিক সার প্রয়োগ না করাই ভালো।
- ঝাঁজরি দিয়ে পানি দিলে সহজেই গাছের পাতায় বা ডগায় ধুলো জমলে সেটা পরিষ্কার হয়ে যাবে।
- ঋতু অনুযায়ী গাছ নির্বাচন করতে হবে। টবের ভেতর যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা জরুরি। তাই টবের নিচে ছিদ্র রাখতে হবে, যাতে সহজে পানি বেরিয়ে যেতে পারে।
প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।
ফিচার বিজ্ঞাপন
Thimpu-Paro-Dochala Pass-Punakha 5D/4N
কোরিয়া ভিসা প্রসেসিং (বিজনেসম্যান)
US Visa (Spouse)
৯৫৬ বার পড়া হয়েছে





