ব্যস্ততম নগরীতে মনের মতো বাসস্থান খুঁজে পাওয়া মুশকিল। তারপরও যে বাসা পাওয়া যায় সেগুলোও খুব একটা বড় নয়। এই ছোট বাসাটিকেই কিন্তু আপনি এমন ভাবে সাজাতে পারেন, যা দেখতে হয়ে উঠবে দৃষ্টিনন্দন ও মনে হবে ঘরটা অতোটা ছোট নয়। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ইউএই জানিয়েছে কী করে আপনি ছোট বাসাটিকে পুনর্বিন্যাস করতে পারেন।

হালকা রঙ্গে রাঙিয়ে তুলুন

যদি ঘরটি বড় দেখাতে চান তাহলে হালকা রঙের জুড়ি নেই। হালকা রং ব্যবহার করুন, গাঢ় রং ব্যবহার করলে ঘরটিকে দেখতে ছোট লাগে। তাই ছোট ঘরকে বড়-বড় অনুভূতি দিতে চাইলে হালকা রং বেছে নেওয়াই ভালো।

আয়না

একটি ছোট ঘরে প্রচুর আলো ছড়িয়ে দিবে একটি মাঝারি ধরনের আয়না। যে দেয়ালটি একটু প্রশস্ত সেখানে ঝুলিয়ে রাখুন আয়না। আয়নার প্রতিফলনের ফলে ঘরকে আলোকময় ও প্রশস্ত মনে হবে।

সবুজের ছোঁয়া ছড়িয়ে দিন

ফিচার বিজ্ঞাপন

Email Marketing

মূল্য: ১৫,০০০ টাকা

Moscow & St.Petersburg 5D/4N

মূল্য: 114,000 Taka

ঘরকে বড় দেখানোর জন্য বড় বাগানের দরকার নেই। শৌখিনতার জন্য ঘরের ভেতরে টবে করে একটি  দুটি গাছই যথেষ্ট। তাই ছোট ঘরে সবুজের ছোঁয়া দিতে পারেন।

সঠিক জায়গায় আসবাব রাখুন

বিশৃঙ্খলভাবে আসবাব রাখলে ঘরকে আরো ছোট দেখায়। ছোট ঘরে অনেকেই কার্পেটের ওপর গোটা চেয়ারটি রাখেন, এতে সৌন্দর্য তো নষ্ট হয়ই, ঘরকেও ছোট দেখায়। কেননা, এতে অসামঞ্জস্য তৈরি হয়। চেয়ারের সামনের অর্ধেক অংশ কার্পেটের উপর রাখুন, বাকিটুকু বাইরে। এতে ঘরটিকে দেখতে বড় মনে হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



২০৩ বার পড়া হয়েছে