সাধ্যের মধ্যে মনের মতো ফ্ল্যাট বা প্লট ক্রয়ে ছুটির দিনে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাবের আবাসন মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল বেশ। পাঁচ দিন ব্যাপি আবাসন মেলার তৃতীয় দিন গতকাল শরিবার সরকারি ছুটি থাকায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল বেশ। এদিন ছোট ও মধ্যম মানের ফ্ল্যাটগুলোই বেশি খুঁজেছেন ক্রেতারা। চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের অ্যাপার্টমেন্ট ও প্লট নিয়ে এসেছে আবাসন প্রতিষ্ঠানগুলো। মেলায় রয়েছে মান ও আয়তন যাচাই-বাছাই করে বুকিং দেয়ার সুবিধা। ক্রেতারা কেউ বুকিং দিচ্ছেন, কেউ আবার ঘুরেফিরে দেখছেন।

ক্রেতা-দর্শনার্থীরা বলছেন, মেলায় মধ্যবিত্তের নাগালের বাইরে প্লট ও ফ্ল্যাট। তারা বিভিন্ন স্টল খুঁজেও নিজেদের মনমতো ফ্ল্যাট পাচ্ছেন না। যা দেখছেন, তা সাধ্যের দুই থেকে তিন গুণ বেশি দামের। ভালো জায়গায় একটু বড় ফ্ল্যাট দেখতে গেলে কোটির ওপর দাম পড়ছে। বুকিংয়ের টাকাটাও অনেক বেশি। বেশির ভাগ কোম্পানি মোট দামের ৩০ শতাংশ বুকিং নিচ্ছে।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা সারওয়ার জামান মেলায় এসেছেন সন পছন্দের একটি ফ্ল্যাট পাওয়া যায় কি না তা দেখতে। তিনি বলেন, ১০ বছর ধরে ঢাকায় রয়েছি। মাসে ২৫ হাজার টাকা বাসা ভাড়া দিতে হচ্ছে। তাই মেলায় দেখতে এলাম ছোট আকারের কোনো ফ্ল্যাট পাওয়া যায় কি না। ৮০০ থেকে ১ হাজার স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট খুঁজছি, যেন এককালীন কিছু বুকিং মানি দেয়ার পর বাসা ভাড়ার সমান টাকা দিয়েই বাকি কিস্তি শোধ করা যায়। তবে প্রায় ঘণ্টাখানেক ঘুরে দেখলাম, ছোট আকারের এবং কম দামে ফ্ল্যাট একেবারে নেই বললেই চলে। দাম হিসাব করলে প্রায় কোটি টাকার ওপরে একটি ফ্ল্যাটের দাম পড়ে, অথচ আমার সাধ্য অর্ধেকেরও কম।

বেসরকারি ব্যাংক কর্মকর্তা হারুন-অর রশিদ বলেন, ১ হাজার ২০০ স্কয়ার ফিটের মধ্যে একটা ফ্ল্যাট দেখব, বাসায় আমরা স্বামী-স্ত্রী এবং দুই সন্তান রয়েছে। একটা ফ্ল্যাট তো একবারই কিনব, তাই একটু বড় দেখে কিনছি। ব্যাংক থেকে লোনটা পাওয়া যাবে। তাছাড়া এর নিচে ফ্ল্যাট তেমন একটা নেইও মেলায়। ৫০টির মতো প্রতিষ্ঠান দেখলাম।

কৃষিবিদ গ্রুপ রিয়েল এস্টেটের হেড অফ সেলস আরিফ খান বলেন, এটা স্বীকার করে নিতে হয় যে, ফ্ল্যাট এখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গেছে। ৫০ থেকে ৬০ লাখ টাকার নিচে কোনো ফ্ল্যাট পাওয়া যায় না। তবে নিজস্ব ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ১ হাজার ২০০ স্কয়ার ফিটের নিচে ফ্ল্যাট কেনা উচিত নয়। এলাকার একটা ফ্ল্যাট কিনলেও সর্বোচ্চ সাড়ে ৯০০ স্কয়ার ফিট পাওয়া যায়। এখন ছোট ফ্ল্যাট বলতেই ১ হাজার স্কয়ার ফিট থেকে ১ হাজার ৫০০ স্কয়ার ফিটের ফ্ল্যাটগুলোকে বোঝায়। একটা মধ্যবিত্ত পরিবারের কমপক্ষে তিনটা বেডরুম প্রয়োজন, স্বামী-স্ত্রীর একটা, বাচ্চাদের জন্য একটা এবং একটা গেস্টরুম, সঙ্গে ড্রয়িং-ডাইনিং, বাথরুম, কিচেন সব মিলিয়ে ১ হাজার ২০০ স্কয়ার ফিটের নিচে এমন সিলেক্ট করা সম্ভব হয় না।

ফিচার বিজ্ঞাপন

Australia Visa for Lawyer

মূল্য: 20,000 Taka

Siem Reap Cambodia 4D/3N

মূল্য: 26,900 Taka

Singapore Tour with Universal Studios & Sentosa 5D/4N

মূল্য: ৩৮,৯০০ টাকা

এর আগে বৃহস্পতিবার পাঁচ দিনের এই আবাসন মেলা উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। এবারের মেলায় ১৫০টি প্রতিষ্ঠানের ২২০টি স্টল রয়েছে। আবাসন প্রতিষ্ঠান ছাড়াও বিল্ডিং মেটেরিয়ালস এবং ১৩টি অর্থলগ্নিকারী প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে।

মেলায় দুই ধরনের টিকিট (সিঙ্গেল এন্ট্রি টিকিট ও মাল্টিপল এন্ট্রি টিকিট) রাখা হয়েছে। এর মধ্যে সিঙ্গেল এন্ট্রি টিকিটের দাম ৫০ টাকা। মাল্টিপল এন্ট্রি টিকিটের দাম ১ হাজার টাকা। মাল্টিপল টিকিট দিয়ে পাঁচবার মেলায় প্রবেশ করা যাবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।



৩১৫ বার পড়া হয়েছে