রাজধানীর পোস্তগোলা সেতু থেকে বেড়িবাঁধ হয়ে হাজারীবাগের কালুনগর খালসংলগ্ন স্লুইসগেট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক ছয় লেন করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ ছাড়া বেদখলে থাকা ঐতিহ্যবাহী স্থাপনা রূপলাল হাউস সংরক্ষণ ও আহসান মঞ্জিলের ঐতিহ্য ফিরিয়ে আনারও উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

বুধবার দুপুরে সাপ্তাহিক নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল ও রূপলাল হাউস–সংলগ্ন রাস্তা পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে এসব উদ্যোগের কথা জানান মেয়র শেখ ফজলে নূর তাপস।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দক্ষিণ সিটির মেয়র বলেন, এই সড়কটা (পোস্তগোলা সেতু থেকে বেড়িবাঁধ হয়ে হাজারীবাগের কালুনগর খালসংলগ্ন স্লুইসগেট সড়ক) ছয় সারিতে প্রশস্ত করার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পুরো রাস্তা ছয় সারিতে উন্নীত করা হবে। দুই সারি করে চার সারি হবে এক্সপ্রেসওয়ে। আর দুই পাশে এক সারি করে সার্ভিস সড়ক বা সংযোগ সড়ক। অর্থায়নের জন্য এ পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

এদিকে ঐতিহ্যবাহী স্থাপনা আহসান মঞ্জিলের সামনে ঘাট ও জেটি বানিয়ে সরকারি সংস্থা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে বলেও অভিযোগ করেন দক্ষিণ সিটির মেয়র শেখ তাপস। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আহসান মঞ্জিল একটি ঐতিহ্যবাহী স্থাপনা। অথচ এর সামনে কীভাবে দখল অবস্থায় রয়েছে? বিআইডব্লিউটিএ সেখানে বিভিন্ন জেটি এবং বিভিন্ন ঘাট বানিয়ে সেখানে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে।’

এ ছাড়া ঐতিহ্যবাহী আরেক স্থাপনা রূপলাল হাউস দখলদারদের হাত থেকে উদ্ধার করে তা সংরক্ষণের চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ঐতিহাসিক এ স্থাপনা দক্ষিণ সিটির কাছে হস্তান্তর করার জন্য ইতিমধ্যে ঢাকা জেলা প্রশাসন ও গণপূর্তকে চিঠি দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেলে এটি সংরক্ষণ করা হবে।

এ দুই ঐতিহ্যবাহী স্থাপনার বিষয়ে দক্ষিণের মেয়র বলেন, ‘ঐতিহ্য উপভোগ এবং সংরক্ষণ করার কোনো সুযোগ দেখছি না। তারপরও চেষ্টা করব, যাতে আমরা এ ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে পারি। সংরক্ষণ করতে পারি এবং দেশবাসী ও বিশ্ববাসীর কাছে তুলে ধরতে পারি।’

ফিচার বিজ্ঞাপন

Siliguri – Gangtok (Sikkim) 6D/5N

মূল্য: ২০,৫০০ টাকা

কুনমিং ৪ দিন ৩ রাত

মূল্য: ৪২,৯০০ টাকা

এ সময় মশক পরিস্থিতি নিয়েও কথা বলেন মেয়র। তিনি বলেন, পাঁচ দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতিদিন ২০–এর ঘরে রোগী থাকছে। সুতরাং দক্ষিণ সিটিতে ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে।

এর আগে মৎস্য ভবন মোড়ে পথচারী পারাপার সেতু, ২৫ নম্বর ওয়ার্ডের অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র (এসটিএস), ২৯ নম্বর ওয়ার্ডের ইসলামবাগ আধুনিক নগর মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে ধানমন্ডি লেকসংলগ্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করেন মেয়র শেখ ফজলে নূর তাপস।

মেয়র এ পরিদর্শনে অন্যান্যের মধ্যে ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মোহাম্মদ সেলিম, দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, দক্ষিণ সিটির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডর সিতওয়াত নাঈম, সচিব আকরামুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



১৫৭ বার পড়া হয়েছে