জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিতদের তালিকা গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়। এতে হাজারো মেধাবী শিক্ষার্থী শুরুতেই বাদ পড়ে গেছে। এমনকি বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি মিলে জিপিএ ৯ দশমিক ৬৬ নিয়েও শিক্ষার্থীরা লিখিত পরীক্ষায় নির্বাচিত হননি।

জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের বিজ্ঞান শাখায় ৬৫ হাজার ৫৬৪ ও মানবিক শাখায় ৩১ হাজার ৩৩৪ জন লিখিত পরীক্ষার জন্য আবেদন করে। এই দুই ইউনিট থেকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার শিক্ষার্থীকে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়। এসএসসি ও এইচএসসি মিলে জিপিএ ৯ দশমিক ৬৭ যারা পেয়েছে, তারাই লিখিত পরীক্ষায় অংশ নিতে পারছে। এ ফলাফল প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তীব্র সমালোচনা করে।

প্রশান্ত পাল নামের এক শিক্ষার্থী বলেন, জবি কি নিজেদের বুয়েট ভাবতে শুরু করল? স্পষ্টভাবে বললেই পারত, জিপিএ ৯ দশমিক ৬৭ এর নিচে কেউ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ে জায়গা সংকটের কারণে এ পদ্ধতি অবলম্বন করা হয়েছে। এ পদ্ধতিতে অবশ্যই কিছু মেধাবী শিক্ষার্থী বাদ পড়ে গেছে।

ফিচার বিজ্ঞাপন

USA Visa (Private Job Holder)

মূল্য: 5,000 Taka

মিশর ভিসা (চাকুরীজীবী)

মূল্য: ৬,০০০ টাকা

উল্লেখ্য, জবির ইউনিট-৩ (বাণিজ্য শাখা)-এর ভর্তি পরীক্ষা ১৪ সেপ্টেম্বর, ইউনিট-২ (মানবিক শাখা)-এর ভর্তি পরীক্ষা ২০ সেপ্টেম্বর এবং ইউনিট-১ (বিজ্ঞান শাখা)-এর ভর্তি পরীক্ষা ২১ সেপ্টেম্বর দুটি শিফটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া বিশেষায়িত বিভাগসমূহের ব্যাবহারিক এবং মৌখিক পরীক্ষা ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত আয়োজন এখানে অপেক্ষা করছে

পূর্বাচল আমেরিকান সিটি | জীবনের সমস্ত ...



৪১৮ বার পড়া হয়েছে