আগামী বর্ষা মৌসুম শুরুর আগে রাজধানীর জলাবদ্ধতা নিয়ন্ত্রণে রাখতে বক্স কালভার্ট পরিষ্কার কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ শনিবার সকাল ১০টায় রাজধানীর পান্থকুঞ্জ পার্ক থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।

গত ৩১ ডিসেম্বর ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব (খাল ও ড্রেনেজ) আনুষ্ঠানিকভাবে ঢাকা ওয়াসার কাছ থেকে দুই সিটি করপোরেশনকে হস্তান্তর করা হয়েছে। ড্রেনেজ ব্যবস্থাপনার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ঘোষণা দেন, আজ শনিবার থেকে ঢাকার জিরানী, মান্ডাসহ তিনটি খাল ও দুটি বক্স কালভার্ট (পান্থপথ ও সেগুনবাগিচা) পরিষ্কার করার কাজ শুরু করা হবে। আগামী তিন মাসে এ কাজ করা হবে।

ডিএসসিসির মেয়রের ঘোষণা অনুযায়ী, আজ পান্থকুঞ্জ পার্ক থেকে এই কার্যক্রম শুরু হলো। সংস্থাটির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী সফিউল্লাহ সিদ্দিক ভূইয়া প্রথম আলোকে বলেন, ধানমন্ডি রাসেল স্কয়ার মোড় থেকে পান্থকুঞ্জ পার্ক পর্যন্ত ২৪টি সংযোগমুখ রয়েছে। সেগুনবাগিচা এলাকায় রয়েছে ৭০টি। আগামী ৩১ মার্চের মধ্যে এই বক্স কালভার্টগুলোর সংযোগ মুখ পরিষ্কার করবেন। এই সময়ের মধ্যেই মান্ডা, জিরানী ও শ্যামপুর খালে পরিচ্ছন্নতা অভিযান চালাবেন।

সরেজমিনে দেখা যায়, পান্থকুঞ্জ পার্কের ভেতর একটি বক্স কালভার্টের সংযোগমুখে এক্সকাভেটর দিয়ে ময়লা তোলা হচ্ছে। এসব ময়লা ড্রাম ট্রাকে করে মাতুয়াইল ভাগাড়ে নিয়ে যাওয়া হচ্ছে। বিপুলসংখ্যক পরিচ্ছন্নতাকর্মী এই কাজে অংশ নিয়েছেন।

ফিচার বিজ্ঞাপন

ইস্তানবুল ৪দিন ৩ রাত

মূল্য: ২৯,৯০০ টাকা

Dubai (City tour- Abu Dhabi tour) 4D/3N

মূল্য: 16,900 Taka

বেইজিং ৪ দিন ৩ রাত

মূল্য: ৪৩,৯০০ টাকা

ডিএসসিসির কর্মকর্তারা জানান, পান্থকুঞ্জ পার্ক থেকে শুরু হয়ে কালভার্টটি শেষ হয়েছে ধানমন্ডি রাসেল স্কয়ারে। কালভার্টটির এই অংশে থাকা কঠিন বর্জ্য অপসারণের পরও যদি পানির প্রবাহ না পাওয়া যায়, তাহলে কালভার্টের ভেতরে অক্সিজেন দিয়ে পরিচ্ছন্নতাকর্মীদের নামিয়ে দিয়ে তা পরিস্কার করা হবে। কালভার্টটি পুরোপুরি প্রবহমান করতে সপ্তাহখানেক সময় লাগতে পারে।

Source: Prothomalo

প্রাসঙ্গিক কথাঃ “ঢাকা বৃত্তান্ত”প্রচলিত অর্থে কোন সংবাদ মাধ্যম বা অনলাইন নিউজ সাইট নয়। এখানে প্রকাশিত কোন ফিচারের সাথে সংবাদ মাধ্যমের মিল খুঁজে পেলে সেটি শুধুই কাকতাল মাত্র। এখানে থাকা সকল তথ্য ফিচার কেন্দ্রীক ও ইন্টারনেট থেকে সংগ্রহীত। “ঢাকায় থাকি”কর্তৃপক্ষ বিশ্বাস করে এসব তথ্য একত্রিত করার ফলে তা ঢাকাবাসীকে সাহায্য করছে ও করবে। আসুন সবাই আমাদের এই প্রিয় ঢাকা শহরকে সুন্দর ও বাসযোগ্য করে গড়ে তুলি। আমরা সবাই সচেতন, দায়িত্বশীল ও সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করি।

কুইক সেল অফার

Online Shopping BD (Facebook Live)



২৪৯ বার পড়া হয়েছে